বাগধারার নতুন মানে

অকালপক্ব: কার্বাইড দিয়ে পাকানো ফল
বাক্য: এই আমগুলো একেবারে অকালপক্ব!

অগ্নিপরীক্ষা: চুলায় গ্যাস আছে কি না, পরীক্ষা করে দেখা
বাক্য: বুয়া, অগ্নিপরীক্ষা করে দেখো তো, পানি গরম করতে হবে।

অদৃষ্টের পরিহাস: কোনো কিছু না দেখায় ঝামেলা পোহানো
বাক্য: না দেখে ম্যানহোলে পা দিয়েছি, একেই বলে অদৃষ্টের পরিহাস!

চোখে অন্ধকার দেখা: হঠাৎ লোডশেডিং
বাক্য: ধুত্তুরি! সিরিয়াল দেখব আর এখনই কিনা চোখে অন্ধকার দেখতে হলো!
আকাশ থেকে পড়া: প্লেন ক্র্যাশ
বাক্য: কদিন আগে মালয়েশিয়ার একটি উড়োজাহাজ আকাশ থেকে পড়েছে।

আদায় কাঁচকলায়: বিশেষ রেসিপি
বাক্য: ভাবি, আজ কিন্তু খেয়ে যেতে হবে, আদায় কাঁচকলায় রেঁধেছি।

কাঁচা টাকা: নতুন নোট
বাক্য: এ নোটটা ছেঁড়া, কাঁচা টাকা দাও।

কাঠখড় পোড়ানো: গ্যাসের অভাবে বিকল্প জ্বালানির ব্যবহার
বাক্য: দেশের যা অবস্থা, কাঠখড় পুড়িয়ে কাজ চালাতে হবে।

চাঁদের হাট: শনি গ্রহ (শনি গ্রহের ১৭টি উপগ্রহ)
ন অদূর ভবিষ্যতে মানুষ চাঁদের হাটেও পা রাখবে।
পার্থিব মাহমুদ, কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম