বিজ্ঞাপন তরঙ্গ

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশে তাদের আঞ্চলিক অফিস খোলার জন্য। সেটা বাস্তবায়িত হলে ফেসবুকও নিশ্চয়ই মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মতো নানা রকম বিজ্ঞাপন দেবে।

ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী
ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী

কেমন হতে পারে সেই বিজ্ঞাপন?
খুব মন দিয়া বই পড়ো, বাবা! তোমারে এ প্লাস পাইতে হইব!
তোমার ছেলে খাইতে আসে না কেন?
কালকে তো পরীক্ষা, ফেসবুকে বইসা আছে...

ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী
ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী

আজকে তো এসএসসির রেজাল্ট দিয়েছে। আপনার ছেলের খবর কী?
আপা, আপনি তো দেখছেন, আমার পোলাডা সারা দিন বই লইয়া থাকত, তার পরও সে এ প্লাস পায় নাই। আর মেম্বারের পোলা সারা দিন কী সব ইন্টারনেট, ফেসবুক লইয়া থাকত, সে তো এ প্লাস পাইল!

ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী
ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী
ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী
ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী

শোনেন ভাই, বাচ্চারা সারা দিন বই নিয়ে থাকলে এ প্লাস পাবে, এ ধারণা ভুল। পরীক্ষার আগের রাতে অন্তত ফেসবুক ব্যবহার করলে পরীক্ষার প্রশ্নটা তো পাওয়া যায়। তারপর একটুখানি কষ্ট করলেই এ প্লাস নিশ্চিত!

ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী
ভিজুয়ালাইজার: জুনায়েদ আজীম চৌধুরী

কিন্তু ফেসবুক চালাইতে গেলে যে টাকা লাগে, সেইটা পামু কই?
শোনেন ভাই, দেশের বেশির ভাগ মোবাইল অপারেটর জিরো ফেসবুক অর্থাৎ বিনা মূল্যে ফেসবুক ব্যবহার করার সুযোগ দিয়েছে। এখন ফেসবুক ব্যবহার করতে কোনো টাকাপয়সা লাগে না
বলেন কী, আপা!
এক বছর পর...
আব্বা-আম্মা, আমি এ প্লাস পাইছি!
কপিরাইটার: সোহেল মোস্তাফিজ