তাঁহাদের বাজেট

অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করে ফেলেছেন। বরাবরের মতো উঠে এসেছে আয় ও ব্যয়ের খাত। আমরা জানি, ব্যক্তিবিশেষে বাজেট ঘোষণা করা হয় না। তাই রস+আলো কিছু বিশেষ ব্যক্তির আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করল। দেখানো হলো তাদের আয় ও ব্যয়ের খাত।

আঁকা: তুলি
আঁকা: তুলি

দুষ্টু রাজনীতিকের বাজেট
আয়ের উৎস
 মন্ত্রণালয়ের প্রজেক্ট থেকে ৩০ শতাংশ
 বিভিন্ন টেন্ডারের ২৫ শতাংশ
 ব্যক্তিগত আয়কর ও বিল মওকুফ
ব্যয়ের খাত
 রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন
 দলীয় তহবিলে অনুদান
 স্থানীয় নেতা-কর্মী ও ভাড়াটে সন্ত্রাসীদের জন্য অর্থ ব্যয়

আঁকা: তুলি
আঁকা: তুলি

সন্ত্রাসীর বাজেট
আয়ের উৎস
 বিভিন্ন ব্যবসায়ী ও ধনবান ব্যক্তির কাছ থেকে মাসিক চাঁদা
 গুম ও অপহরণ থেকে উপার্জিত অর্থ
 রাজনৈতিক নেতার কাছ থেকে প্রাপ্ত বখরা
ব্যয়ের খাত
 আধুনিক অস্ত্র ক্রয়
 নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশেষ ব্যক্তিদের নির্দিষ্ট

আঁকা: তুলি
আঁকা: তুলি

অর্থ প্রদান
 গ্রেপ্তার ও মামলা এড়াতে আইনজীবীর
পেছনে অর্থ বরাদ্দ
দুর্নীতিবাজ কর্মকর্তার বাজেট
আয়ের উৎস
 সরকার থেকে প্রদত্ত বেতন
 ফাইলপ্রতি ৩০০০ টাকা কমিশন গ্রহণ
 বড় ক্লায়েন্ট থেকে বার্ষিক অনুদান
ব্যয়ের খাত
 পরিবারের সদস্যদের অতিরিক্ত চাহিদা পূরণ
 কালোটাকা সাদা করার জন্য অর্থ প্রদান
 ঊর্ধ্বতন কর্মকর্তাকে আয়ের অংশ প্রদান