সমর্থনের পেছনের রহস্য

.
.
.
.

বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে নেই। তার পরও তা নিয়ে আমাদের উত্তেজনা আকাশচুম্বী। আমরা বিভিন্নজন করি বিভিন্ন দলকে সমর্থন। কিন্তু এই সমর্থনের পেছনেও আছে রহস্য।
প্রেম
কিরে মজনু, গতবার তো তুই ব্রাজিলের সাপোর্টার ছিলি। এইবার আর্জেন্টিনা আর্জেন্টিনা বলে লাফাচ্ছিস যে?
আমার নতুন প্রেমিকা টিনা, আমাকে আর্জেন্ট মেসেজ পাঠাইছে। আর্জেন্টিনাকে সাপোর্ট না করলে বিনা নোটিশে আমাদের রিলেশনের ইতি ঘটে যাবে, তাই!

.
.

ব্যয় রোধ
কদম ভাই, গতবার এই দল হেরে যাওয়ার পর আপনি বলেছিলেন এই দলকে আর সাপোর্ট করবেন না। তো আবার কেন সাপোর্ট করছেন?
গতবারের পতাকাটা আজও ছিঁড়ে নাই। তাই ভাবলাম এই দলকে সাপোর্ট করলে পুরানা পতাকাটা দিয়াই চলবে, পতাকা কেনার টাকাটাও বাঁচবে। তাই আর কি!
মনে থাকা না-থাকা
আপনি বলছেন জার্মানি আপনার প্রিয় দল। অথচ মেসি আপনার প্রিয় খেলোয়াড়। কিন্তু কেন?
জার্মানির কোনো প্লেয়ারের নাম আমার ইয়াদ থাকে না। এর আগে জার্মানির সাইকেল বালক (মাইকেল বালাক) আমার প্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু তাঁর নাম শুনে সবার সে কী হাসি। এর পর থেকে মেসির নামটা বইলাই আরাম পাই।