ফুটবল বিশ্বকাপে যা করতে পারেন

.
.

 খেলা দেখার জন্য পুরোনো শত্রুকে দাওয়াত দিতে পারেন। খেলার উত্তেজনাময় মুহূর্তে তাঁর পায়ে লাথি মেরে পুরোনো হিসাব মেটাতে পারবেন। কারণ জানতে চাইলে বলুন খেলার উত্তেজনায় পা’টা ঠিক থাকেনি।
 প্রিয় দল খেলায় হেরে গেলে পূর্ণদিবস হরতাল ডাকতে পারেন। কেননা, আমাদের দেশে ক্ষোভ প্রকাশের প্রধান মাধ্যম এখন হরতাল। চাইলে অনশন কর্মসূচিও ঘোষণা করতে পারেন।
 চায়ের দোকান দিলে মন্দ হয় না। প্রতি কাপ চা চড়া দামে বিক্রি করতে পারবেন। ঘুম তাড়াতে চা-ই তো শেষ ভরসা।
 প্রিয় দলের ম্যাচের আগাম প্রচারণা করতে পারেন। যেমন মিটিং-মিছিল ইত্যাদি। এতে জনগণ পুরোনো কিছু স্মৃতি ফিরে পাবে। কেননা, এবার তো নির্বাচনী প্রচারণা হয়নি বললেই চলে।
 সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি রাতারাতি ধনী হতে চান তাহলে এই বিশ্বকাপ মৌসুমে দ্রুত একটা পতাকার দোকান দিন। তবে সাবধান পতাকাগুলো যেন বাংলাদেশের না হয়।
রেজাউল করিম
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, পাবনা