কাপের কাছে পিরিচের চিঠি

প্রিয় কাপ,
শুভেচ্ছা নিয়ো। যদিও আমার শুভেচ্ছা তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এমনিতেই ভালো আছো। আজ এক দুঃখভারাক্রান্ত মন নিয়ে তোমার কাছে চিঠি লিখছি।
আজকের বিশ্বে তুমি খুব ‘ফেমাস’। এখন তো তুমি আমার কথা ভুলে যাবেই। তোমার মনে নেই, তুমি সব সময় আমার ওপর বসে অন্যকে চা ‘সার্ভ’ করতে। মাঝেমধ্যে অনেকে তোমার থেকে আমার ওপর চা ঢেলেও খেত। আমরা দুটি ছিলাম কেমন সুখী জুটি! কিন্তু কদিন ধরে লোকে আমার কথা ভুলেই গেছে। তবে তোমাকে শুধু মনেই রাখেনি, সম্মানও দিচ্ছে! লোকে এখন তোমাকে ‘বিশ্বকাপ’ বলে ডাকে। কী অন্যায়! তুমি আর আমি একই জায়গায় তৈরি, কাজও করি একসঙ্গে। অথচ দেখো তোমার কত সম্মান! আমার কোনো দামই নেই! আমার তো ভেঙে পড়তে ইচ্ছা করছে। কিন্তু শেষমেশ আমি নিজেকে থামালাম। নিজেকে বোঝালাম, কাপ যদি বিশ্বকাপ হতে পারে, তবে পিরিচ কেন ‘বিশ্বপিরিচ’ হবে না?
যা হোক, আজ এ পর্যন্তই। আশা করি সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমি ‘বিশ্বপিরিচ’ হয়ে উঠব!
ইতি
পিরিচ