ম্যারাডোনার নিকট টাকা চাহিয়া পত্র

.
.

প্রাইমারি স্কুলে পড়ার সময় সহপাঠী মিনহাজ আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে স্কুলের টিনের চাল থেকে পড়ে গেল। হাতটাও ভেঙে ফেলল বেচারা। ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলাম। সঙ্গে ওর বাবাও ছিলেন, যিনি আমাদের সহকারী প্রধান শিক্ষকও বটে! হাসপাতালে নেওয়ার পর মিনহাজের হাতে প্লাস্টার করে দিলেন চিকিৎসক। চিকিৎসা শেষে হাসপাতালের একজন একটি ফরম নিয়ে এসে বললেন, ‘বিল কে পরিশোধ করবে, তার নাম বলুন।’ স্যার উঠে লোকটির কাছে গিয়ে বললেন, ‘লেখেন, ডিয়াগো আরমান্ডো ম্যারাডোনা। যে মিয়ার জন্য ওর এই অবস্থা সে-ই বিল পরিশোধ করবে।’ মিনহাজের কাছে গিয়ে স্যার বললেন, ‘যা, হের কাছে চিঠি লেখ, ট্যাকা পাঠাইতে বল।’
আনিসুর রহমান
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ