বিশ্বকাপ দেখার সময় যে আটটি নিয়ম মেনে চলবেন (অনলাইন পত্রিকা স্টাইল)

.
.

 জীবন মানে ফুটবল নয়, জীবন মানে জি-বাংলা। রিমোট দখলে নেওয়ার সময় এই নীতিবাক্য মনে রাখুন।
 প্রিয় দল গোল খেলে হাততালি দেওয়া থেকে বিরত থাকুন।
 হাততালি দেওয়ার সময় দুই হাত ব্যবহার করুন।
 সোফা বা খাটে শুয়ে-বসে খেলা দেখুন। চেয়ারে দাঁড়িয়ে খেলা দেখবেন না।
 খেলা দেখার সময় চোখ বন্ধ রাখবেন না।
 চা চিবোনো কিংবা চানাচুর পান থেকে বিরত থাকুন।
 খেলা শুরুর আগে অবশ্যই টিভি অন করবেন।
 মোমবাতি আর দেশলাই পাশে রাখুন। বিদ্যুৎ চলে গেলে কাজে লাগবে।