বিশ্বকাপ ধারাভাষ্য

আঁকা: শিখা
আঁকা: শিখা

চাটগাঁইয়া
দর্শখমণ্ডলী, আপনারা যাঁরা ঠেলিবিশনের সামনে তকন তেকে বসে আচেন, সবাইকে স্বাগত জানাচ্চি। এইমাত্র শুরু হলো ব্রাজিল-খ্যামেরুন ক্যালা। সাও পাওলো স্টেডিয়াম খানায় খানায় পূর্ণ। স্টেডিয়ামে লোকেল দর্শকই বেশি। উত্তেজনাপূর্ণ ক্যালা। এই মুহূর্তে ভল ব্রাজিলের তিয়াল্লিশ নম্বর পেলারের পায়ে। খয়েকজনখে খাটিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। বিপজ্জনক অবস্থা। খিন্তু না। রেফারির সিঙ্গেল। ফ্রি খিখ। খ্যামেরুনের অনুখূলে।
দর্শখমণ্ডলী, অ’নারারে হইদ্দে, সরি, আপনাদের বলচি, বাঙালি আবেগপ্রবণ জাতি। ক্যালা ক্যালাই। ক্যালায় হারজিত তাকবেই। ক্যালা নিয়ে উত্তেজিত হবেন না...

নোয়াখাইল্যা
হ্যাঁ দর্শকবিন্দু, খেলা লই উত্তেজিত অইবেন না। বেশি করি হানি খাইবেন। মাজেমইধ্যে ছনাছুর, খ্যাঁছোড়ির ব্যবস্তা রাইকবেন। চাঁ খাইবেন। তাইলে আর গুম আইতো ন। কারণ, বেশির ভাগ খেলা ব্যান-রাইত। বইলতে বইলতে বল লই এগিয়ে যাইতেছেন ব্রাজিলের হঁছিশ লম্বর পেলার। হিছে হিছে ক্যামেরুনের হাতাইশ লম্বর। গোল অইবার সম্ভাবনা। কিন্তু লাইনম্যান হতাকা তুলি বইলল, এইটা অফসাইড। ব্যাফারটা বুইজলাম না। আমার তুন লাইগছে, এইটা অফসাইড অয় ন। লাইনম্যান হাগলনি কনো। হেতে কি আমার তুন বেশি বুজে? যতসব হাইজলামি...