সুইস ব্যাংকের তালা খোলার উপায়

ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

ভাই, সুইস ব্যাংকের তালা খোলা কি খুব কঠিন হবে? আরে না, চাবিটা ঢুকাইয়া হালকা একটা মোচড় দিলেই খুইলা যাবে!
সে তো আমিও জানি, ভাই! কিন্তু আমাদের হাতে তো চাবি নাই!
আপনের কাছে না থাকলে, এখনি একটা দৌড় দিয়া যার কাছে আছে, তার কাছ থেইকা চাবিটা নিয়া আসেন। তারপর খালি কয়টা লাগব কইবেন আর বানাইয়া দিমু।
আরে ভাই, চাবি আনা যাবে না, অন্য কোনো বুদ্ধি থাকলে বলেন।
তাইলে পরে, আমারে তালার সামনে নিয়া যান। এক নজর দেখলেই চাবি না খালি, চাবির রিংও বানায়া দিমু।
ওখানে আপনাকে কে যেতে দেবে বলুন?
ঝামেলার কাজ নিয়া আইছেন তো! আইচ্ছা খাড়ান, একটা মাস্টার কি বানাইয়া দেই।
ভাই, মাস্টার কি তো দূরের কথা, হেডমাস্টার কি-তেও কাজ হবে না। অন্য কোনোভাবে সম্ভব হলে বলেন।
অবশ্যই সম্ভব, তয় সময় একটু বেশি লাগব। প্রথমে আপনে সুইস ব্যাংকের পাশের বাসাটা ভাড়া লইবেন। তারপর ধীরে ধীরে ব্যাংক বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়তে থাকবেন। সেটা হয়া গেলে ব্যাংকে ঢুইকা যা পাইবেন, নিয়া সোজা কাওরান বাজারে আমার কাছে চইলা আইবেন। সোনালী ব্যাংকের কেলেঙ্কারিতে তো সোহেল রানা সাহেবরে জেলে ঢুকাইলেন। এইবার বুঝছেন তিনি কত বড় প্রতিভা? এই দেশে প্রতিভাবানের ভাত নাই!
কাল্পনিক সাক্ষাৎকার: মহিউদ্দিন কাউসার মডেল: অন্তরা ও মো. রিপন