আমার উচ্চতা মোটে ৫ ফুট ৭ ইঞ্চি। আমার গার্লফ্রেন্ডের উচ্চতা আমার চেয়ে বেশি। এ কারণে সব সময় হীনম্মন্যতায় ভুগি। পাশাপাশি হাঁটলে আমাকে ছোট ভাই মনে হয়। পিয়া আমার খুব প্রিয় একজন মডেল, তাঁর কাছে জানতে চাই এখন আমি কী করব?ইফতেখার আলমবনানী, ঢাকাপিয়ার উত্তরএটাকে আপনি সমস্যা হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবে দেখুন। ডেটিংয়ে বেরোলে আপনার গার্লফ্রেন্ডের পাশে আপনাকে ‘ছোট ভাই’ মনে হলে তো ভালো। কেউ আর বুঝবে না যে আপনারা প্রেমিক-প্রেমিকা। পরিবারের বড়দের সামনে ধরা পড়ার ঝুঁকি থাকবে না এতে। এর পাশাপাশি আপনি রণপা ব্যবহার করতে পারেন। উচ্চতাও বাড়বে, সঙ্গে নিজের একটি প্রতিভাও জাহির করতে পারবেন। রাস্তায় রণপা পরে হাঁটলে সবাই আপনাকে জায়গা ছেড়ে দেবে, জ্যাম থেকে রেহাই পাবেন। রণপাথেরাপি পছন্দ না হলে জুতার সঙ্গে ডবল ইট লাগিয়ে হেঁটে দেখতে পারেন। ধন্যবাদ।পেটে কথা চেপে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বিনোদন, ক্রীড়া, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল কিংবা যেকোনো দুনিয়ার প্রিয় তারকাদের কাছে আপনার পেটের ও মনের কথাগুলো খুলে বলুন। ছোট করে লিখুন আপনার প্রশ্ন বা সমস্যার কথা। সমাধান পেয়ে যাবেন হাতে হাতে! লিখুন এই ঠিকানায়— এখন আমি কী করব?রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে