বিশ্বকাপ অণুকাব্য

গত রাতে
হাইরা গেছি খেলায়
তাই তো আমার
ঘুম ভেঙেছে বেলায়!


কেমন তোমার কামড়
কেমন তোমার হিয়া
পায়ের খেলায়
খেললে মুখ দিয়া!


জার্সি দেখে
যায় যে চেনা
কে পেলে আর
ম্যারাডোনা।


হারজিত থাকবেই
ফুটবল খেলাতে
জিতিলেই হয় সব
দাঁতগুলো কেলাতে!


গোলের জন্য
সব খেলোয়াড় মরিয়া
আমরা থাকলাম
টিভির সামনে পড়িয়া!


ফুটবলটা
দুনিয়া জোড়া
সমর্থকেরা
পাগলা ঘোড়া!


কেউ চিকন
কেউ সমর্থক মোটার
আমরা যেমন
দুইটি দলের ভোটার!



ফুটবল হে
আমার ঠোঁটের স্পর্শ নিয়ো
গ্যালারির
জুলিয়েটরা দর্শনীয়!


পায়ের খেলায়
বিশ্ব কাঁপে
নাই ভেদাভেদ
ছেলে-বাপে!