অহেতুক কৌতুক

 চুরি করা জিনিস বাজারে বিক্রি করা শুধু অসৎ কাজই নয়, বেশ লাভজনকও বটে।
 পরিসংখ্যানবিদদের ধারণা, বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এক লাইনে প্রকাশ করা গেলে বাকি দুনিয়ার সবকিছুকে এক লাইনে প্রকাশ করা সম্ভব হতো।
 আমি আপনার মতোই দিনের ১৭ ঘণ্টা দ্বিধায় ভুগি। বাকি পাঁচ ঘণ্টা, না ছয় ঘণ্টা, না না সাত ঘণ্টা স্থির থাকি!
 জীবনের ওপর হতাশ আপনি? কোথাও জায়গা নেই যাওয়ার? ভীষণ একা? কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই? এসব সমস্যা সমাধানের আগে ‘না’ বলা শিখুন। তারপরে প্রশ্নগুলোর উত্তর দিন!
 আপনি যতই সুন্দর করে হেডফোন গুছিয়ে রাখবেন, প্যঁাচ লাগবেই। নিয়তি আর হেডফোনের তারের ওপর আমাদের হাত নেই।
 আপনি অফিস কিংবা পরিবারের প্রত্যাশা পূরণ করতে পারছেন না? এ নিয়ে আপনি হতাশ? তাদের বোঝান, ফুটবল দামি খেলা হলেও ফুটবল দিয়ে তো আর ছক্কা হয় না।
 করপোরেট জগৎ ভয়ানক। দুনিয়াতে কোটি কোটি নিয়ম থাকার পরও অফিস আপনাকে সবকিছুর জন্য ‘বস ঠিক’ নিয়ম শেখাবে।
 আগে পৃথিবীতে বাংলাদেশের মানুষের তিনটি রূপ পাওয়া যেত। এগুলো হলো: আসল আপনি, আয়নার আপনি, পাসপোর্ট ছবির আপনি। এখন এর সঙ্গে সেলফির আপনি আর জাতীয় পরিচয়পত্রের আপনি যোগ হয়েছে।
 জীববিজ্ঞানের ভাষায়, মানবদেহের ৭০ ভাগ পানি। এটা আসলে হবে লবণপানি। নিজেকে কামড় দিয়ে টেস্ট করুন।
 আমরা সবাই সকালে ঘুম থেকে উঠি না বলে অফিসের হর্তাকর্তা আর পরিবারের সদস্যদের অভিযোগ। সকাল যদি দুপুরবেলা হতো, তাহলে আমরা এ অভিযোগের হাত থেকে নিশ্চয়ই রেহাই পেতাম।
 প্রযুক্তির দুনিয়ায় প্রজেক্টরের তার আর পোর্ট নিয়ে ঝামেলায় পড়েনি এমন মানুষ এখনও জন্মায়নি।
 মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। আপনি যখন অন্যদের নিয়ে কথা বলবেন, সবাই শুনবে। নিজেকে নিয়ে বলুন, কেউ শুনবে না।
 ফেসবুকের দাম কয়েক বিলিয়ন ডলার। যেটা আমাদের সময়গুলো নষ্ট করে, সেটার কত দাম চিন্তা করেছেন?
 যুক্তিগতভাবে, পাহাড়ের ঢালু রাস্তায় আপনি কাউকে ধাক্কা দিলে সে অনেক দ্রুত ভূমিতে পতিত হবে।
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: রেডিট ডটকম, যুক্তরাষ্ট্র