বান্ধবী

বান্ধবী
বান্ধবী

আমার স্ত্রীর এক বান্ধবী ছিল। খুব আন্তরিক। পুরো অন্তর দিয়ে ঈর্ষা করত—অন্য কারও কিছু তারটার চেয়ে বেশি ভালো হলেই। ওর জন্য আমার ও আমার স্ত্রীর খুব কষ্ট হতো। তাই ওকে খুশি রাখতে আমরা প্রায়ই ঝগড়াঝাঁটি করতাম ওর সামনে। দেখে ওর চোখ ভরে উঠত খুশিতে। আমাদের বুকের ভারও লাঘব হতো—ওর জন্য ভালো একটা কিছু করতে পেরে।

পরে স্ত্রীর বান্ধবীটি কোথায় যেন উধাও হয়ে গেল। এখন স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয় না আমার। তবে একধরনের অপরাধবোধ আমাদের আচ্ছন্ন করে রাখে। কারণ, সকলের তরে সকলে আমরা এবং পরস্পরকে সাহায্য করাই উচিত আমাদের, তাই না?