ডিজিটাল বাংলা অভিধান

পল্লব মোহাইমেন প্রণীত

 ল্যাপটপ = শুধু কুল (কোল) নয়, ল্যাপের (লেপ) ওপর রেখেও যে কম্পিউটারে কাজ করা যায়।

 অনলাইন = চলতি প্রেম (লাইন মারা অর্থে)

 টাচস্ক্রিন = ছোঁয়াচে পর্দা

 গ্রাফিকস অ্যানিমেশন = অনন্ত জলিল

 কেবিপিএস = ইন্টারনেট বা মুঠোফোন সংযোগদাতা কর্তৃৃক প্রতি সেকেন্ডে (বিলের) কামড় দেওয়ার একক বিশেষ