চর্চা

বাবা: পড়লেখা বাদ দিয়ে কী করছিস?
ছেলে: চর্চা করছি।
বাবা: কী চর্চা করছিস?
ছেলে: ফেসবুকের মাধ্যমে ব্রেনের চর্চা করছি।
বাবা: ফেসবুকেও ব্রেনের চর্চা হয় নাকি রে?
ছেলে: জি বাবা, হয়!
বাবা: তা কীভাবে?
ছেলে: আমার ফেসবুক স্ট্যাটাসে দেখো কয়েক শ লাইক, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে দেখো কয়েক হাজার বন্ধু। তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা কত বিরাট ব্রেনের খেলা, একবার ভেবে দেখো! মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য প্রত্যেকেরই নিয়ম করে প্রতিদিন সকাল-বিকেল ফেসবুক চালানো দরকার। তা ছাড়া বাবা, দেশের বড় বড় মন্ত্রী-মিনিস্টারেরও ফেসবুক আইডি আছে।
বাবা: মন্টু, বাবা তুই এবার পড়তে বস।
ছেলে: কেন বাবা? আমার কথা তোমার বিশ্বাস হয়নি?
বাবা: বিশ্বাস হয়েছে বলেই তো তোকে পড়তে বসতে বললাম।
ছেলে: বুঝলাম না বাবা!
বাবা: তোর চেয়ে আমার ব্রেনের ক্ষমতা অনেক কমে গেছে রে! এখন থেকে আমি নিয়মিত সকাল-বিকেল ব্রেনের চর্চা করব বুঝলি! এখন তুই যা লেখাপড়া কর গিয়ে, আর আমি একটু ব্রেনের চর্চা করে নিই, কেমন!
অতঃপর ছেলের আইডি দখল করে বাবাই নেমে পড়লেন ফেসবুকিংয়ে।
 মো. এমরুল হোসাইন