রুশমিশালি

l পুরুষের প্রয়োজন একজন স্ত্রী। কারণ, সবকিছুর দায়ভার সরকারের ওপরে চাপানো যায় না।

l টেলিগ্রাম—অত্যন্ত ধীরগতির এসএমএস।

l ক্রেডিটে কেনা বাড়ির ঋণ কিস্তিতে পরিশোধ করার সময় অনেকেই মনে মনে ঈর্ষা করে গৃহহীনদের।

l কসমেটিকসের বাক্স ধীরে ধীরে পরিণত হয় ওষুধের বাক্সে।

l ফলের বাজারে।

—এটা কি কালো কার‌্যান্ট?

—না, লাল কার‌্যান্ট।

—ফলগুলো তাহলে সাদা কেন?

—কারণ, ওগুলো এখনো সবুজ (কাঁচা অর্থে)।

l গরিলার নাকের ফুটো বড় বড়। কারণ, তার আঙুল মোটা।

l কোনো দম্পতির গৃহস্থালি কর্মপালন অনেকটা ক্রসওয়ার্ডের মতো: স্ত্রী থাকে উল্লম্ব, স্বামী আনুভূমিক।