ভাবি ও বুজির কাছে

আঁকা: শিখা
আঁকা: শিখা

এক আছে ভাবি আর এক আছে বুজি
দুজনের মাঝে আমি বাংলাকে খুঁজি।
বুজি আছে ক্ষমতায় রাজপথে ভাবি
বুজিকে হটাতে হবে একটাই দাবি—
ভাবি এই দাবি নিয়ে সোচ্চার আজ
দুজনের কপালেই চিন্তার ভাঁজ।

দুজনে খেলছে মাঠে খেয়ে খিলিপান
কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।’
দেশের বারোটা বাজে লাশ পড়ে কত
ভাবি-বুজি খেলে যায় নিজেদের মতো।
দেশ নিয়ে ভাবনার সময় তো নাই
ক্ষমতায় যেতে হবে চাওয়া একটাই।

হরতাল-অবরোধে দেশটা অচল
গণতন্ত্রের চাকা কে করে সচল?
বিশ্ববেহায়া নাচে, বুজি দেয় তাল
যুদ্ধাপরাধী নিয়ে ভাবি পাতে জাল।
সাধারণ মানুষের বাড়ে দুর্ভোগ
ভয়ের সঙ্গে হয় টেনশন যোগ।

আমরা কি এই দেশ করেছি স্বাধীন?
সাপ নিয়ে ভাবি-বুজি বাজাচ্ছে বীণ।
বীণের সুরেতে সাপ ফণা তোলে আর—
বিষ ছুড়ে দেশটাকে করে ছারখার।
ভাবি-বুজি আর কত লাশ চান লাশ?
দেশবাসী দুজনের নয় সেবাদাস।