এরশাদকণ্ঠ

সম্পাদকীয়

হুসেইন মুহম্মদ এরশাদ

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

হাজার বছর ধরে আমি জোট বদলাইতেছি
রাজনীতির মাঠে,
মহাজোট হইতে আরও মহাজোটে
নৌকার মাস্তুল হইতে ধানের শীষে
অনেক ঘুরেছি আমি।
প্রলোভন হুমকির অন্ধকার জগতে

আমি ক্লান্ত প্রাণ এক।

তবু বারবার আমায় নাড়িয়ে যায়

বড় বড় রাজনৈতিক ঢেউ

আমাকে আজও দুদণ্ড শান্তি দিতে পারেনি কেউ।

সোনার লাঙল

মির্জা নখরুল

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
রুমে একা বসে আছি, নাহি ভরসা।
বোমা মারা হলো সারা
কত লোক গেল মারা
ভালো নেই মন,
মারিতে মারিতে বোমা
এল নির্বাচন

একখানি ছোট রুম, আমি একেলা,

চারিদিকে র‌্যাবদল করিছে খেলা;

দেখিলেই জেলে নিয়ে মারিবে তালা!

গান গেয়ে ধীরে ধীরে কে আসে পারে!

দেখে যেন মনে হয় চিনি উহারে।

সোজা হেঁটে চলে যায়,

কোনো দিকে নাহি চায়,

লাঙলের ভারে তার নুয়ে গেছে কাঁধ

দেখে যেন মনে হয় হুমু এরশাদ

ওগো, তুমি কোথা যাও,

কোন মহাজোটে?

বারেক ভিড়াও তরি আমাদের ঘাটে

যেয়ো যেথা যেতে চাও,

যারে খুশি তারে নাও—

শুধু তুমি শুনে যাও আমার এই গান

নতুন জোটের কথা করিব বয়ান

যেয়ো না

সুরঞ্জিত সেন লুপ্ত

আঁকা: জুনায়েদ
আঁকা: জুনায়েদ

এরশাদ, ঐখানে যেয়ো নাকো তুমি,
বলো নাকো কথা ঐ জোটের সাথে;
ফিরে এসো এরশাদ,
দুধমাখা ভাত আজ রাখা আছে পাতে!

ফিরে এসো এই ঘাটে, নির্বাচনের মাঠে;
ফিরে এসো জোটে আবার!

ঐ নেতার সাথে নির্বাচনে যেয়ো নাকো আর

একসাথে মিলিয়া গড়ব বহুদলীয় সরকার

কী কথা তাহার সাথে? তার সাথে!

দুধমাখা ভাত আজ রাখা আছে পাতে।

এরশাদ,

তোমার হূদয়ে আজ ঘাস

বাতাসের ওপারে বাতাস

কেমনে করিব আজ তোমারে বিশ্বাস?

গ্রন্থনা: আলিম আল রাজি আঁকা: জুনায়েদ