ফেসবুক কর্নার

facebook.com/Rosh.Aloটক-শোএসএসসি এবং এইচএসসি পরীক্ষার আগের দিন এখন বিভিন্ন টিভি চ্যানেলে পরামর্শমূলক লাইভ অনুষ্ঠানপ্রচার করা হয়। ধরুন, এ রকমই এক অনুষ্ঠানে ঢাকার একটি বিখ্যাত স্কুলেরপ্রধান শিক্ষককে আমন্ত্রণ জানানো হলো। কিন্তু তিনি কিছুতেই আসতে চাইলেন না।কারণ, তিনি ছিলেন সাবেকি আমলের কড়া ধাঁচের প্রধান শিক্ষকদের মতো একজন। অনেকবোঝানোর পর তাঁকে অবশেষে রাজি করানো গেল। তিনি যথাসময়ে অনুষ্ঠানে এলেন।উপস্থাপক পরীক্ষাবিষয়ক কিছু ভালো ভালো কথা বললেন। সেই সময় একটা ফোন এল,একজন ছাত্র ফোনে তার সমস্যার কথা বলল। তার কথা শেষ হতে না হতেই প্রধানশিক্ষক গর্জে উঠলেন, ‘পরীক্ষার আগের দিন টিভির সামনে বসে কী করো?ফাইজলামির আর জায়গা পাওয়া গেল না? যাও, পড়তে যাও।’ আহমাদ জাদীদকিডন্যাপ!: হ্যালো: কে বলছেন?: আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। তবে আপনার মেয়ে ছায়াছবি আমাদের হাতে এখন বন্দী।:হোয়াট দ্য...! কী বলছ এসব?জি আঙ্কেল। আমার দাবি মাত্র ২০ লাখ টাকা। টাকাটা আজকের মধ্যে পাঠিয়ে দিন। আপনার মেয়ে হাসতে হাসতে আপনার বাড়িতে চলে যাবে।:যদি না দিই?: না দিলে কী আর করা? দুই দিন সময় দিলাম আঙ্কেল। এর মধ্যে যদি টাকাটা না পাই, তবে... আপনার মেয়েকে ছেড়ে দেব। তাকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর তো কোনো মানে হয় না। এর মধ্যে আবার বাংলিশ কথা বলতে বলতে মাথা খেয়ে ফেলছে। কী অসহ্য যন্ত্রণা!: বদের দল। একটি টাকাও পাবে না।: পাব না?: না।: ধুত্তুরি! আপনার মেয়েকে আজকেই পাঠিয়ে দিচ্ছি। আর আঙ্কেল, কিপটামি ছাড়েন। এই মেয়ে, যাও বাড়ি যাও।: আমাকে ইউ চেনো না। আমি কার ডটার, ইউ নো...ইউ ই...!: ধুত...  আহমেদ ইশতিয়াকছুটিজ্বর, ঠান্ডা, মাথাব্যথা, পেটব্যথা হলেও আজকাল কেউ বিশ্বাস করতে চায় না।আর তাই ছুটি পেতে চাইলে বসকে সরাসরি না বলে এভাবে বলা যেতে পারে।:স্যার, পেইনকিলার আছে আপনার কাছে?: না নেই। কেন, অসুস্থ নাকি?: না, তেমন না।একটু পর আবারও: স্যার, নাপা হলেও চলত। দেখেন তো, আছে কি না।:যান বাড়ি যান। নাপা খান, চাপা মারেন, যা খুশি করেন গিয়া। তানভির মাহমুদুল হাসানমেঘ না চাইতে বৃষ্টিবন্ধু ১: দোস্ত, আমার সকালে ঘুম ভাঙে না, একটা ফোন দিস, প্লিজ!বন্ধু ২: সরি দোস্ত! বাবাকে অনেক পটিয়ে ফোনটা কিনেছি, এটা তোকে দিয়েদিলে আমার চলবে কীভাবে বল? তার চেয়ে তুই বরং আমার অ্যালার্ম ঘড়িটা নিয়ে নে! সাগর দেবলিখুন ফেসবুকে, ছাপা হবে ‘রস+আলো’তেপাঠক, এখন থেকে ফেসবুকে রস+আলোর অফিশিয়াল পেজে মেসেজের মাধ্যমে [www.facebook.com/Rosh.Alo] আইডিয়া, মজার স্ট্যাটাস, ছবি, কার্টুন, প্যারোডিগল্প ইত্যাদি পাঠাতে পারেন।