default-image

আজকের এ প্রভাত ঘোষণা করেছে যে সূর্য,

দুই বাহু প্রসারিত করে

আমরা সবাই আজ আলিঙ্গন করব তাকে।

আমরা ঝাঁপিয়ে পড়ব তার বুকে,

আমরা তাকে জড়িয়ে ধরব

ছোট্ট শিশুরা যেভাবে জড়িয়ে ধরে তার মাকে।

আজ পহেলা বৈশাখ।

আজ বাঙালির জন্মদিন।...

‘এসো হে বৈশাখ, এসো এসো।’

বাংলার আকাশে-বাতাসে আজ শুধু তাপস-নিশ্বাস।

আজকের এই পোয়াতি আকাশ

প্রসব করেছে যে শিশুসূর্যটিকে,

বাঙালির ঘরে ঘরে আজ তার বরণ-উত্সব।

মহাদ্যুতিময় জবাকুসুমের মতো সর্বপাপঘ্ন

হে নববর্ষের সূর্য, তোমাকে প্রণাম।

হে নববর্ষের সূর্য, তোমাকে সালাম।

প্রণতস্মৈ, প্রণতস্মৈ, প্রণতস্মৈ নমঃ নমঃ।

প্রথম আলো, ১৪ এপ্রিল ২০০৭

ঈষৎ সংক্ষেপিত

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0