নিবন্ধিত মোটরযান ২৮ লাখ ৪২ হাজার

.
.

দেশের অর্থনীতি বড় হচ্ছে। মানুষের আয় বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির সংখ্যা। সাত বছরে দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১০ সাল পর্যন্ত দেশে নিবন্ধিত মোটরযান ছিল ১৪ লাখ ৯৮ হাজার। গত নভেম্বরে সেটি ২৮ লাখ ৪২ হাজারে দাঁড়িয়েছে।
গত ছয় বছরের মধ্যে চলতি বছরই (নভেম্বর পর্যন্ত) সবচেয়ে বেশি ৩ লাখ ৭৯ হাজার মোটরযান নিবন্ধন নিয়েছে। গত বছর নিবন্ধন নিয়েছিল ৩ লাখ ২১ হাজার মোটরযান। এর আগের চার বছরের কোনোবারই নিবন্ধনের সংখ্যা ১ লাখ ৬০ হাজার অতিক্রম করেনি।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এমন পরিসংখ্যানই দিয়েছে। নিবন্ধিত যানের মধ্যে প্রাইভেট কার, জিপ, ট্রাক, মাইক্রোবাস, মিনিবাস, অ্যাম্বুলেন্স, ট্যাংকার, কার্গো ভ্যান, কাভার্ড ভ্যান, অটোরিকশা, অটোটেম্পো, মোটরসাইকেল, ট্রাক্টর, ট্যাক্সিক্যাব ইত্যাদি আছে।
বিআরটিএ বলছে, সারা দেশে বর্তমানে ২৮ লাখ ৪২ হাজার ৩১৯টি নিবন্ধিত মোটরযান আছে। এর মধ্যে শুধু ঢাকাতেই নিবন্ধিত যানের সংখ্যা সাড়ে ১০ লাখ। এদিকে নিবন্ধিত ২৮ লাখ মোটরযানের মধ্যে ১৬ লাখ ৯৪ হাজারই মোটরসাইকেল। পরের অবস্থানে আছে প্রাইভেট কার, ৩ লাখ ৭ হাজার ১৮৩টি। জিপের সংখ্যা ৪৭ হাজার ৩৪৯।

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে প্রায় ৩ লাখ ১ হাজার ৭১৬টি মোটরসাইকেল বিআরটিএ থেকে নিবন্ধন নিয়েছে। প্রাইভেট কার নিবন্ধিত হয়েছে ১৮ হাজার। এ ছাড়া ৫ হাজার ৪৮০টি মাইক্রোবাস, ৪ হাজার ৫৭৫টি জিপ, ৩ হাজার ৫৬০টি বাস, ৬ হাজার ৩৮৭টি ট্রাক, ২ হাজার ৯৪৩টি কাভার্ড ভ্যান নিবন্ধন নিয়েছে এবার।