একুশের ভোর

আমরা যারা ধুঁকে ধুঁকে বাঁচি

মরে মরে বাঁচি

নিরানন্দের প্রহরগুলোকে যন্ত্রণার

বুকে চেপে কাল গুনি আর

বাঁচার প্রহসনে সং সাজি;

আমাদের জন্য আসে একটি প্রসন্ন প্রহর

একুশের ভোর।

আমরা যারা ভয়ে জড়সড়

পিছুটানে শুধু পিছে চাই

শঙ্কার শীতে কাঁপি রাতভর

আমাদের জন্য আসে একটি উষ্ণ প্রহর

একুশের ভোর।

আমরা যারা কাজ করি

কলে কারখানায় অফিসে

খেতে খামারে

আমরা যারা উপবাসী

আমরা যারা পদাঘাতে জর্জর

আমাদের জন্য আসে একটি উজ্জ্বল প্রহর

একুশের ভোর।

আমরা যারা সৌধ গড়ি ইতিহাস রচি

আমরা যারা আকাশের বুকে প্রদীপ জ্বালি

তুহিন গহিনে পদচিহ্ন রাখি

আমরা যারা কালের ভালে তিলক আঁকি

আমাদের জন্য আসে একটি রক্তিম প্রহর

একুশের ভোর।

২২ ফেব্রুয়ারি ১৯৬৯

দৈনিক সংবাদ–এ প্রকাশিত

শহীদুল্লা কায়সারের কাব্যগ্রন্থ চারিদিকে ফুলের মেলা (২০১৯) থেকে সংগৃহীত

শহীদুল্লা কায়সার
কথাসাহিত্যিক ও সাংবাদিক। ফেনী জেলার মজুপুর গ্রামে ১৯২৭ সালে জন্ম। দৈনিক সংবাদ–এর সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ থেকে পঞ্চাশ ও ষাটের দশকের প্রগতিশীল আন্দোলনে সক্রিয় সহযোগিতা করেছেন। সারেং বউ ও সংশপ্তক তাঁর বিখ্যাত দুই উপন্যাস। সাহিত্যকর্মের জন্য আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬২) ও বাংলা একাডেিম পুরস্কার পান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ও আল বদরবাহিনী অপহৃত হন। আর ফিরে আসেননি।