কল্যাণ পথের মানুষ

বাংলাদেশে প্রচলিত ধর্মগুলোর মধ্যে বৌদ্ধধর্ম অত্যন্ত প্রধান একটি ধর্ম। বলা দরকার, এ ভূখণ্ডের প্রাচীনতম ধর্মও বটে। আমার ব্যক্তিগত বন্ধুবান্ধবের মধ্যেও তাঁরা একাধিক আছেন। আমরা স্পষ্টতই দেখতে পাই বাঙালি বৌদ্ধরা যেমন চট্টগ্রামে আছেন, কুমিল্লায়ও যাঁরা রয়েছেন, তাঁদের দৈনন্দিন জীবনধারা বা প্রাত্যহিক অভ্যাস বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমানের মতো পুরোটা নয়। অনেক মিলও অবশ্য রয়েছে। তবে আমি তাঁদের জীবনযাত্রা লক্ষ করে দেখেছি, তাঁরা আত্যন্তিকভাবে সেবাধর্মে খুবই বিশ্বাসী। এবং মানুষের কল্যাণ ছাড়া অন্য কোনো চিন্তা তাঁদের অসুখী করে। এ রকম চিন্তা করা কারও উচিত নয় বলেই তাঁরা মনে করেন। বৌদ্ধরা এসব কথাতেই বিশ্বাস করেন এবং পালন করার চেষ্টা করেন।