অধিনায়কত্ব নাটকের পর বল টেম্পারিং বিতর্কে সিলেট
বল টেম্পারিং করা হয়েছে, এমন সন্দেহে ৫ রান পেনাল্টি করা হয়েছে সিলেট সানরাইজার্সকে। বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঘটেছে এমনটি।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নামে সিলেট। নবম ওভারে বল করতে আসেন আজ সিলেটের অধিনায়কত্ব করতে নামা রবি বোপারা। ব্রডকাস্টিং ফুটেজে দেখা যায়, একটি ডেলিভারির আগে আঙুল দিয়ে বল ‘খোঁচাচ্ছেন’ তিনি। তবে সেটি বলের গ্রিপ ঠিক করতে, নাকি বলের কন্ডিশন বদলানোর চেষ্টা, সেটি স্পষ্ট বোঝা যায়নি।
অবশ্য এরপরই অন-ফিল্ডের দুই আম্পায়ার বাংলাদেশের মাহফুজুর রহমান ও শ্রীলঙ্কার প্রগিথ রাম্বুকওয়েলাকে বল হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে দেখা যায়। কিছুক্ষণ আলোচনার পর রিজার্ভ আম্পায়ারকে ডেকে পাঠান তাঁরা, বদলানো হয় বলটি।
আম্পায়ারদের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করতে দেখা যায় বোপারাকে। পরের ওভারে পেনাল্টি হিসেবে ৫ রান যোগ করা হয় খুলনার স্কোরে।
এমসিসির আইনের ৪১.৩ ধারা অনুযায়ী, বলের কন্ডিশন বদলানো হয়েছে, এমন মনে করলে ম্যাচের বল বদলানোর ক্ষমতা রাখেন আম্পায়াররা।
৪১.৩.৪ ধারা অনুযায়ী, ‘যদি আম্পায়ারদের বিবেচনায় এটা মনে হয় যে বলের কন্ডিশন অন্যায্যভাবে কোনো দলের সদস্য বা সদস্যদের দ্বারা বদলানো হয়েছে, তাহলে প্রতিপক্ষের অধিনায়ককে আগে আম্পায়াররা জিজ্ঞাসা করবেন—তিনি বল বদলাতে চান কি না। প্রয়োজন পড়লে ব্যাটিং দলের ক্ষেত্রে ক্রিজে থাকা ব্যাটসম্যানরা তাঁদের অধিনায়ককে সহায়তা করতে পারেন।’
এ ক্ষেত্রে অবশ্য বোপারার ওই ঘটনার সময় ক্রিজে ছিলেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
বল টেম্পারিংয়ের অভিযোগের ক্ষেত্রে ৪১.৩.৪.১ ধারায় বলা হয়েছে, ‘যদি বল বদলানোর অনুরোধ করা হয়, তাহলে আম্পায়াররা তৎক্ষণাৎ বল বদলাবেন, যেটি আগের বলের কাছাকাছি পুরোনো।’
৪১.৩.৪.২ ধারা অনুযায়ী, বল বদলানো না হলেও প্রতিপক্ষকে ৫ রান পেনাল্টি দেবেন আম্পায়াররা।
নিয়ম অনুযায়ী, বল টেম্পারিংয়ের এমন অভিযোগের ব্যাপারে টুর্নামেন্টের গভর্নিং বডি পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে।
এ ম্যাচের আগেই অধিনায়কত্ব বদলে ফেলেছে সিলেট। নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন অধিনায়কত্ব করতে চাননি বলে সহ-অধিনায়ক এনামুল হক ও মোহাম্মদ মিঠুনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরাও অপারগতা প্রকাশ করলে আজ মাঠে আসার পর দায়িত্ব দেওয়া হয় বোপারাকে। সেই বোপারাই জড়িয়ে পড়লেন নতুন বিতর্কে।