default-image

মাঝে আইপিএলে নিষিদ্ধ ছিল চেন্নাই, সে সময় বাদ দিলে ২০১২ সাল থেকেই এ ফ্র্যাঞ্চাইজিতে আছেন জাদেজা। এ মৌসুমে মহেন্দ্র সিং ধোনি, মঈন আলী, রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে তাঁকেও ধরে রাখে চেন্নাই। শুধু ধরেই রাখেনি, পছন্দের চারের প্রথমে তাঁর নামই রেখেছিল দল। অর্থাৎ এবার চেন্নাইয়ের সবচেয়ে দামি ক্রিকেটার জাদেজা। মৌসুম শুরুর ঠিক আগ দিয়ে চেন্নাই ঘোষণা দেয়, ধোনির বদলে এবার অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার জাদেজাই। এ নিয়ে নাকি গত মৌসুম থেকেই কথা চলছিল তাদের।

তবে অধিনায়কত্ব ও জাদেজা—দুটির রসায়ন যে ঠিক জমছিল না, সেটি দেখা গেছে প্রায় শুরু থেকেই। ধীরে ধীরে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে চেন্নাই। ১০ ম্যাচ খেলে ১৯.৩৩ গড়ে ১১৬ রানের সঙ্গে ৪৯.৬০ গড়ে ৫ উইকেট—মাঠে নিজেকে হারিয়ে খুঁজছিলেন জাদেজাও।

default-image

মৌসুমের মাঝপথেই এরপর তাঁকে বাদ দিয়ে আবার অধিনায়কত্ব দেওয়া হয় ধোনিকে। তবে ধোনিও চেন্নাইকে শেষ চারে নিয়ে যেতে পারেননি। গতকাল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৯৭ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে হেরেছেন তাঁরা। প্লে-অফে যাওয়ার যে ক্ষীণ সম্ভাবনা ছিল, শেষ হয়ে গেছে তা–ও।

জাদেজার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও, ‘চেন্নাইয়ের সামনে যাওয়ার পথে জাদেজার অবস্থান নিয়ে প্রশ্ন উঠবেই। অধিনায়কত্বের কারণেই ওর ফর্মের এমন অবস্থা কি না, সেটি দেখতে হবে। তবে জাদেজার চেন্নাইয়ে সময় শেষ কি না, এ নিয়ে প্রশ্ন তোলাই যায়। সবকিছুই তো শেষ হয়। মাঝেমধ্যে এমন পরিবর্তন খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি—দুইয়ের জন্যই ভালো।’ ১২ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে এখন নবম চেন্নাই। এ দলে জাদেজার ভবিষ্যৎ কী, আপাতত পরের মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই।

খেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন