ইরফান, হরভজনের সঙ্গে কী করছেন আমির?

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ১০
লিভারপুল নাকি ম্যানচেস্টার সিটি? শেষ পর্যন্ত কে জিতবে প্রিমিয়ার লিগের শিরোপা? টটেনহাম পারবে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে? গতকাল প্রিমিয়ার লিগের শেষ দিনে এমন সব প্রশ্নই ছিল ফুটবল সমর্থকদের সামনে। ফ্রেঞ্চ ওপেন খেলতে ফ্রান্সে থাকা ব্রিটিশ টেনিস তারকা টটেনহাম সমর্থক এমা রাদুকানু বিকেলটা কাটিয়েছেন ফুটবল দেখেই
ইনস্টাগ্রাম
২ / ১০
বার্সেলোনা গ্রাঁ প্রিঁ দেখতে গিয়েছিলেন সার্জিও আগুয়েরো। মার্সিডিস ড্রাইভার ও সাত বারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে বার্সেলোনার সাবেক তারকা
ইনস্টাগ্রাম
৩ / ১০
হাতে সিগার ও শ্যাম্পেন—১১ বছরের মধ্যে এসি মিলানের প্রথম সিরি আ জেতার উদ্‌যাপনে নিজের ‘ছাপ’ রেখেছেন ইব্রাহিমোভিচ। ‘কথা দিয়েছিলেন’, মিলানকে শীর্ষে ফিরিয়ে আনবেন। ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট করে সুইডিশ তারকা লিখেছেন, ‘আমি বলেছিলাম, আমি করেছি’
ইনস্টাগ্রাম
৪ / ১০
নিজের বাসায় সতীর্থদের দাওয়াত দিয়েছিলেন ইমাম-উল-হক
ইনস্টাগ্রাম
৫ / ১০
দ্বিতীয়বারের মতো বাবা হলেন কেইন উইলিয়ামসন। সন্তানকে পরিবারে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক, তাঁর পোস্টের নিচে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ব্রেন্ডন ম্যাককালাম, রশিদ খান, ডেভিড ওয়ার্নাররা
ইনস্টাগ্রাম
৬ / ১০
পরিবারের সঙ্গে প্রিমিয়ার লিগ শিরোপা উদ্‌যাপন কেভিন ডি ব্রুইনার
ইনস্টাগ্রাম
৭ / ১০
‘তোমার সঙ্গে শেষ বছরটা প্যারিসে কাটানো দারুণ ছিল। দীর্ঘদিন একে অন্যকে জানি আমরা, তবে সব সময় তো প্রতিদিন দেখা হওয়ার সুযোগ আসবে না। তোমাকে নিয়ে যা জানতাম, সেটিই নিশ্চিত করলে—দারুণ একজন মানুষ তুমি, তোমার পরিবারও। খেলোয়াড় হিসেবে ক্লাবের জন্য যা করেছ, একটি কথাই বলতে হয়—দুর্দান্ত। পরের ধাপের জন্য শুভকামনা, আমরা তোমাকে মিস করব’, বন্ধু আনহেল দি মারিয়াকে এভাবেই বিদায় জানিয়েছেন লিওনেল মেসি
ইনস্টাগ্রাম
৮ / ১০
লিগ আঁ জিতেছে পিএসজির হয়ে। তবে সের্হিও রামোসের ‘সবচেয়ে বড় সাফল্য’ তাঁর পরিবারই
ইনস্টাগ্রাম
৯ / ১০
ফর্ম ফিরে পেয়েছেন, নাটকীয়ভাবে প্লে-অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি এখন কলকাতায়
ইনস্টাগ্রাম
১০ / ১০
আরেকবার ‘লাগান’ চলচ্চিত্র? নাকি অন্য কিছু? আমির খানের সঙ্গে ইরফান পাঠান ও তিনি কী করছেন, ঠিক খোলাসা করেননি হরভজন সিং
ইনস্টাগ্রাম