এবার কোচের ভূমিকায় শুটার শারমিন
অনেকটা নীরবেই শুটিংকে বিদায় বলে দিলেন শারমিন আক্তার (রত্না)। বাংলাদেশের শুটিংয়ে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে একসময় তাঁকে ধরা হতো সবচেয়ে সম্ভাবনাময় শুটার। আন্তর্জাতিক শুটিংয়ে নিশানার বিন্দুগুলো বেশ কয়েকবারই ছুঁয়ে গেছে শারমিনের সাফল্যের গুলি। সেই শারমিনকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। ১৮ বছরের ক্যারিয়ারে ইতি টেনে এবার কোচের ভূমিকায় নাম লেখাচ্ছেন তিনি। ৮-১৮ ফেব্রুয়ারি জাকার্তায় অনুষ্ঠেয় আইএসএসএফ গ্রাঁ প্রিঁ টুর্নামেন্ট দিয়েই কোচ হিসেবে অভিষেক হবে শারমিনের। নতুন ইরানি কোচ মোহাম্মদ জায়ের রেজাইয়ের সঙ্গী হয়ে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনিও।
২০১০ সালে ঢাকা এসএ গেমসে মেয়েদের এককে সোনা জেতেন শারমিন। একই গেমসে দলগত সোনা জেতায়ও ছিল তাঁর বড় অবদান। ওই বছরই দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দলীয় সোনা জয়েও নেতৃত্ব দেন তিনি। শারমিনের পর আর কোনো নারী শুটারই এসএ গেমসে এককে সোনা জিততে পারেননি। প্রিয় রাইফেলটা তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে গতকাল প্রথম আলোকে শারমিন বলেন, ‘চাইলে আরও কিছুদিন শুটিং চালিয়ে যেতে পারতাম। কিন্তু নতুনদের জায়গা ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নিয়েও খালি হাতে ফেরেন শারমিন। তবে স্বপ্ন দেখছেন, কোচ হিসেবে বাংলাদেশের শুটারদের এনে দেবেন অলিম্পিকের পদক, ‘ক্যারিয়ারে নিজের লক্ষ্য সেভাবে পূরণ করতে পারিনি। চেয়েছিলাম এশিয়ান গেমস ও অলিম্পিকে পদক জিততে। কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে। এখন নিজের যে মেধা আছে, তা দিয়ে এমন শুটার তৈরি করতে চাই, যারা অলিম্পিকের পদকের জন্য লড়তে পারবে।’
২০০৪ সালে ঘরোয়া টুর্নামেন্টে শুটিং শুরুর পর শারমিন ছয়বার জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতেছেন। ২০০৮ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে তাঁর। ওই বছরই ইন্দো-বাংলাদেশ গেমসে জেতেন প্রথম আন্তর্জাতিক সোনা। ২০১৫ সালে ফেডারেশন কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়ে বেশ কিছুদিন শুটিংয়ের বাইরে ছিলেন। নিষেধাজ্ঞা থাকায় অংশ নিতে পারেননি ২০১৬ সালের গুয়াহাটি এসএ গেমসে। তবে অংশ নিয়েছেন সর্বশেষ ২০১৯ সালের কাঠমান্ডু এসএ গেমসে। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ও ৫০ মিটার এয়ার রাইফেলের থ্রি পজিশনে জিতেছিলেন রুপা।
বাকিকে ছাড়াই গ্রাঁ প্রিঁতে বাংলাদেশ
জাকার্তায় অনুষ্ঠেয় আইএসএসএফ গ্রাঁ প্রিঁর দলে নেই বাংলাদেশের সেরা শুটার আবদুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপাজয়ী বাকি অসুস্থ থাকায় তাঁকে ছাড়াই আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় ছেলেদের এয়ার রাইফেলে অংশ নেবেন শোভন চৌধুরী, রাব্বি হাসান ও ইউসুফ আলী। মেয়েদের রাইফেল দলে আছেন সৈয়দা আতকিয়া হাসান, নাফিসা তাবাসসুম ও সাজিদা হক। পিস্তল ইভেন্টে ছেলেদের দলে আছেন শাকিল আহমেদ, পিয়াস হোসেন ও আবদুর রাজ্জাক। আনজিলা আমজাদ, তুরিং দেওয়ান ও নীলুফা ইয়াসমিন আছেন মেয়েদের দলে।