চ্যাম্পিয়ন বসুন্ধরার কষ্টার্জিত জয়

বসুন্ধরার জয় পেতে বেশ কষ্ট হয়েছেছবি: বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে ৯ আগস্ট। সেদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। লিগে নিজেদের গুরুত্বহীন বাকি ৪ ম্যাচের প্রথমটিতে আজ কমলাপুর স্টেডিয়ামের টার্ফে বসুন্ধরা দ্বিতীয় সারির দল নামিয়ে কোনোমতে ১-০ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা আরামবাগকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের চিত্রটা ভিন্ন। এই মাঠে উত্তর বারিধারকে ৫-১ গোলে গুঁড়িয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে এগিয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি।

কমলাপুরে গোলের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বসুন্ধরাকে। ৮৮ মিনিটে বদলি ফরোয়ার্ড বিপুল আহমেদ করেছেন ম্যাচের একমাত্র গোল। চ্যাম্পিয়ন বসুন্ধরাকে রুখে দিতে দিতে শেষ পর্যন্ত পারল না আরামবাগ। ওদিকে বঙ্গবন্ধুতে হ্যাটট্রিক করেছেন শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমর জোবে। চলতি লিগে এর আগেও হ্যাটট্রিক করেছেন। জোবের স্বদেশি সোলেমান সিল্লাহ করেছেন বাকি দুই গোল। ২-০ হওয়ার পর উত্তর বারিধারার রেজা একটি গোল ফিরিয়ে দিয়েছেন।

হ্যাটট্রিক করেছেন জোবে
ছবি: প্রথম আলো

আজকের ম্যাচটি ছিল একঅর্থে বসুন্ধরার জন্য এএফসি কাপের প্রস্তুতি ম্যাচ। আজ মধ্যরাতে তারা মালদ্বীপের রাজধানী মালে যাচ্ছে। ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট পাওয়া বসুন্ধরার লক্ষ্য ১৮ আগস্ট মালেতে শুরু হওয়া এএফসি কাপের গ্রুপ সেরা হওয়া।

আরামবাগকে হারিয়ে সে কথাই বলে গেলেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন।
আজ বসুন্ধরার একাদশের ছিলেন মূলত বেঞ্চের খেলোয়াড়েরা। শেখ জামালের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচ একাদশে থাকা ৯ জনই আজ ছিলেন। বাকি দুজন এলিটা কিংসলি ও তারিক কাজীও নিয়মিত একাদশে থাকেন না। ফলে পুরো বসুন্ধরার একাদশই বদলে গিয়েছিল। সেই বদলে যাওয়া দলে গোলকিপার আনিসুরের বদলে মিতুল হাসান। গতকাল ছিল তাঁর জন্মদিন। ম্যাচ শেষে সতীর্থরা মাঠের মধ্যেই তাঁর গায়ে মাখিয়ে দিলেন একগাদা ময়দা।

বসুন্ধরার রক্ষণে ছিলেন তারিক কাজী, নুরুল নাইম, সুশান্ত ত্রিপুরা। মাঝমাঠে ফাহিম, ফাহাদ, আলমগীর রানা, মাহাদিরা। স্ট্রাইকার এলিটা কিংসলি। বসুন্ধরার এই দ্বিতীয় একাদশ একতরফাভাবেই প্রায় পুরো ম্যাচটা খেলেছে আরামবাগের সীমানায়। তবে গোল করার আগপর্যন্ত গোলের ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উজবেক ডিফেন্ডার রুস্তমাভিচের নেতৃত্বে আরামবাগের রক্ষণ বড় কোনো ভুল করেনি। ফলে গোলের জন্য সংগ্রাম করতে হয়েছে বসুন্ধরাকে।

গোল উৎসব করেছে শেখ জামাল
ছবি: প্রথম আলো

২৫ মিনিটে এলিটার একটা দুর্বল শট আরামবাগ গোলকিপার আবুল কাশেম সহজেই ধরেছেন। এ ছাড়া মাহাদির পোস্টমুখী একটি শটের বাইরে বসুন্ধরার আর উল্লেখযোগ্য শট নেই আরামবাগের পোস্টে। গোল আসছে না দেখে দ্বিতীয়ার্ধের শুরু থেকে নামানো হলো ফরোয়ার্ড মতিন মিয়াকে। এরপর মাঠে আসেন ব্রাজিলিয়ান জোনাথন, মাহবুবুর, বিপুল। কিন্তু গোল মুখ খোলা যাচ্ছিল না কিছুতেই। আরামবাগের গোলকিপার শেষ দিকে বসুন্ধরার এদিনের অধিনায়ক ইমন বাবুর দারুণ একটি শট আটকে দিয়েছেন। কিন্তু শেষ রক্ষা তিনি করতে পারলেন না।

৩ পয়েন্ট পেয়ে ২০ ম্যাচে শেখ জামালের পয়েন্ট হলো ৪২। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪০। ২০ ম্যাচে ১৭তম পরাজয়ে আরামবাগের পয়েন্ট মাত্র ৫। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দশে বারিধারা।