বেনজেমা, ওজিল, সিরাজদের ঈদ

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
১ / ১১
ছেলের সঙ্গে সেলফি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন করিম বেনজেমা
ইনস্টাগ্রাম
২ / ১১
মেসুত ওজিল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিজের এই ইলাস্ট্রেশন শেয়ার করে
ইনস্টাগ্রাম
৩ / ১১
জাতীয় দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কায়। গল টেস্টের মাঝেই এসে গেছে ঈদের দিন। উসমান খাজা তাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে
ইনস্টাগ্রাম
৪ / ১১
ইংল্যান্ডে ঈদ করছেন মোহাম্মদ শামি। নামাজ শেষে তাঁর ছবি
ইনস্টাগ্রাম
৫ / ১১
‘বন্ধুদের সঙ্গে পরিবারের মতো করে ঈদ’ কেটেছে মোহাম্মদ সিরাজের।উমরান মালিক ও আবেশ খানের সঙ্গে ঈদের দিনের ছবি ভারতীয় ফাস্ট বোলারের
ইনস্টাগ্রাম
৬ / ১১
পরিবারের সঙ্গে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এ ছবি দিয়ে তাঁর দেশের সবাইকে ‘হৃদয়ের অন্তঃস্থল’ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি
টুইটার
৭ / ১১
ধারাভাষ্য দিতে ইংল্যান্ড গেছেন। রবি শাস্ত্রী উইম্বলডন দেখার সুযোগটা হাতছাড়া করেননি। গিয়েছিলেন নোভাক জোকোভিচ ও ক্যামেরন নরির
ইনস্টাগ্রাম
৮ / ১১
সেমিফাইনাল ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন লুকা মদ্রিচ এমবিই পেয়েছেন জর্ডান হেন্ডারসন
ইনস্টাগ্রাম
৯ / ১১
বিকালবেলার চা ভালোবাসে, জানিয়েছেন সেরেনা উইলিয়ামস
ইনস্টাগ্রাম
১০ / ১১
স্বাভাবিকভাবেই ‘সম্মানিত’ তিনি
ইনস্টাগ্রাম
১১ / ১১
মেয়ের ‘ব্যাপ্টিজম’ অনুষ্ঠানে অ্যারন ফিঞ্চ ও তাঁর স্ত্রী
ইনস্টাগ্রাম