ব্যাডমিন্টনে ওয়াকওভার চলছেই

ঢাকায় চলছে ‘ইনডেক্স সানরাইজ বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জ’ টুর্নামেন্ট। পরশু প্রথম দিনে বাংলাদেশ দল পেয়েছিল একটি ওয়াকওভার, কাল পেল দুটি।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান ১০ দেশের ৯২ জন শাটলারকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ এদিন নিজেদের আটটি ম্যাচেই হেরেছে। একটি মাত্র এককে খেলেছে বাংলাদেশ, যেটিতে হেরেছেন মহিলা এককে জাতীয় চ্যাম্পিয়ন শাপলা আক্তার। পুরুষ দ্বৈতে মোয়াজ্জেম-মিনহাজ, লাল চাঁদ-সাইফুদ্দিন, এনামুল-আহসান হাবিব, জামিল-জাবেদ জুটি হেরেছে।
মিশ্র দ্বৈতে নেপালের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে জাবেদ-শাপলা জুটি। আহসান হাবিব ও নাবিল আক্তার জুটিকে ওয়াকওভার দিয়েছে ভারত। এ ছাড়া অন্য তিনটি মিশ্র দ্বৈতে হেরেছে বাংলাদেশ।

স্কোরকার্ড
নিউজিল্যান্ড ১ম ইনিংস
(প্রথম দিন শেষে, ৩৬৭/৩; টেলর ১০৩*, ম্যাককালাম ১০৯*)
রান বল ৪ ৬
টেলর অপরাজিত ২১৭ ৩১৯ ২৩ ০
ম্যাককালাম ব স্যামি ১১৩ ১৩৪ ১৪ ৩
অ্যান্ডারসন ক রামদিন ব বেস্ট ০ ১৪ ০ ০
ওয়াটলিং ক এডওয়ার্ডস ব বেস্ট ৪১ ৮৪ ৪ ০
সাউদি ক ব্রাভো ব দেওনারায়ণ ২ ৪ ০ ০
সোধি ক ও ব দেওনারায়ণ ৩৫ ৬৩ ৫ ০
ওয়াগনার রানআউট ৩৭ ৪০ ৩ ২
অতি. (বা ১০, লেবা ১০, নো ১) ২১
মোট (১৫৩.১ ওভারে, ৯ উইকেটে ডি.) ৬০৯
উইকেট পতন: ৩-১৮৫, ৪-৩৮০, ৫-৩৮৫, ৬-৪৬৯, ৭-৪৭২, ৮-৫৪৮, ৯-৬০৯।
বোলিং: বোল্ট ৩৪.১-৫-১৪৮-৩, গ্যাব্রিয়েল ২৭.৫-৪-১৪৮-০, স্যামি ২৩.১-৪-৭৯-২ (নো ১), শিলিংফোর্ড ৪৬-৭-১৩৮-১, দেওনারায়ণ ২২-০-৭৬-২।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস
এডওয়ার্ডস ক ফুলটন ব বোল্ট ০ ৭ ০ ০
পাওয়েল ক ওয়াটলিং ব সাউদি ৭ ৩০ ১ ০
ব্রাভো ব্যাটিং ৩৭ ৬৪ ৫ ০
স্যামুয়েলস ব্যাটিং ১৪ ৪৪ ২ ০
অতি. (লেবা ৮, নো ১) ৯
মোট (২৪ ওভারে, ২ উইকেটে) ৬৭
উইকেট পতন: ১-৪, ২-২৪।
বোলিং: বোল্ট ৮-৫-৭-১, সাউদি ৭-১-১৫-১, ওয়াগনার ৬-২-২৭-০ (নো ১), সোধি ৩-০-১০-০।