ভারত ও নিউজিল্যান্ডকে টপকে রাজত্ব ফিরে পেল অস্ট্রেলিয়া
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। টেস্টে ১ নম্বর ব্যাটসম্যান তাদের, মারনাস লাবুশেন। টেস্টের ১ নম্বর বোলারও তাদের অধিনায়ক প্যাট কামিন্স। এবার আইসিসির টেস্ট দলগুলোর র্যাঙ্কিংয়েরও শীর্ষে উঠল অস্ট্রেলিয়া।
আজ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ভারত ও নিউজিল্যান্ডকে টপকে ১ নম্বরে উঠে এসেছে কামিন্সের দল। ২০২১ সালের জানুয়ারিতে শেষবার টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর তিনে নেমে গেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করে ২ নম্বর জায়গা ধরে রেখেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৯, নিউজিল্যান্ডের ১১৭, ভারতের ১১৬।
অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ৪-০ ব্যবধানের দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে প্রথম টেস্টে ৯ উইকেটের জয়ের পর অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ২৭৫ রানে জিতেছিল স্বাগতিকেরা। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মাত্র তিন দিনের মধ্যেই ইনিংস ও ১৪ রানের জয়ে নিশ্চিত হয়েছিল সিরিজ, ছাইদানিও নিজেদের কাছে রেখে দেওয়া নিশ্চিত হয়েছিল তখন। সিডনিতে ইংল্যান্ড রোমাঞ্চকর ড্র করলেও হোবার্টে আবারও উড়ে গেছে তারা, এবারও অস্ট্রেলিয়া জিতেছে তিন দিনের মধ্যেই।
অন্যদিকে র্যাঙ্কিংয়ের ১ নম্বরে থাকা ভারত সেঞ্চুরিয়নে জয় দিয়ে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজ। তবে জোহানেসবার্গ ও কেপটাউনে হেরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাদের।
আর নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের কাছে হেরেছিল, নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সব সংস্করণ মিলিয়েই যেটি প্রথম হার তাদের। তবে দ্বিতীয় টেস্টে তারা ইনিংস ব্যবধানে জিতেছে ক্রাইস্টচার্চে। ১-১ ব্যবধানে সিরিজ ড্র করাই র্যাঙ্কিংয়ে জায়গা ধরে রাখতে যথেষ্ট হয়েছে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দলীয় র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে পাকিস্তান। অন্য দলগুলো ধরে রেখেছে আগের অবস্থান। ৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে বাংলাদেশ, এর নিচে আছে শুধু ৩১ রেটিং পয়েন্ট পাওয়া জিম্বাবুয়ে।
এর আগে প্রকাশিত খেলোয়াড়দের র্যাঙ্কিংয়েও এসেছিল পরিবর্তন। হোবার্টে দারুণ শতকের পর সাত ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান ট্রাভিস হেড, ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে ৫ নম্বরে উঠেছিলেন তিনি। দুই ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন ভারতের সদ্য সাবেক হওয়া অধিনায়ক বিরাট কোহলি। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিশতকের পর ১০ নম্বরে উঠেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।