মুম্বাইয়ের জয়ে কোহলির বেঙ্গালুরুর উৎসব

১১ বলে ৩৪ রান করেছেন টিম ডেভিডবিসিসিআই

লক্ষ্য ১৬০, অথচ পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বাই ইন্ডিয়ানসের রান মাত্র ২৭,১ উইকেট নেই। ১০ ওভার পর্যন্ত রোহিত শর্মাদের উইকেট আর পড়েনি, কিন্তু রান তখনো মাত্র ৬২। ১০০ করতে লাগল ১৫ ওভার। সেই মুম্বাই আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে গেল সিঙ্গাপুরিয়ান ব্যাটসম্যান টিম ডেভিডের ১১ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে। ২ ছক্কা ও ২ চারে সাজানো ইনিংস খেলে শার্দূল ঠাকুরের বলে পৃথ্বী শ-র হাতে ক্যাচ দিয়ে ডেভিড যখন ফিরছেন, জিততে ১৩ বলে ১৫ রান দরকার মুম্বাইয়ের। হাতের মুঠোয় এসে পড়া ম্যাচ আর বের হতে দেয়নি রোহিত পয়েন্ট তালিকার তলানিতে থাকা মুম্বাই। ৫ উইকেটে হেরে শেষ চারে আর যাওয়া হলো না ঋষভ পন্তের দিল্লির। বরং দিল্লির এই হারে প্লে-অফ নিশ্চিত হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

টিম হোটেলে একসঙ্গে বসে মুম্বাই-দিল্লি ম্যাচটা দেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়েরা। সেই ছবিও ইনস্টাগ্রামে দিয়েছে বেঙ্গালুরু। ক্যাপশনে লিখেছে, ‘আমরা কোন দলকে সমর্থন করছি, সেটা অনুমান করার জন্য কোনো পুরস্কার নেই!’ মুম্বাইয়ের জয়ের পর বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিরাও যে উদ্‌যাপনে মেতেছেন, সেটা অনুমান করাও কিন্তু কঠিন কিছু না।


জিতলে প্লে-অফ, হারলে বাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়া আরেকটি ম্যাচ খেলতে নামা দিল্লি সেই ম্যাচে টস হেরে ব্যাটিং পাওয়া দিল্লি ৭ উইকেটে করে ১৫৯ রান। শুরুটা ভালো ছিল না দলটির। ৫০ রান তুলতেই প্রথম ৪ উইকেট হারায় দলটি। পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে ৩ ওভারে আসে ২১ রান। ওয়ার্নার ৬ বলে ৫ রান করে বিদায় নেওয়ার ২ বল পর শূন্য রানে বিদায় আরেক অস্ট্রেলীয় মিচেল মার্শেরও। এরপর দলকে ৩১ রানে রেখে বিদায় নেন পৃথ্বী শও (২৩ বলে ২৪)।

৪৪ বলে ৭৫ রানের জুটি গড়েন ঋষভ পন্ত ও রোভম্যান পাওয়েল
বিসিসিআই

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সরফরাজ খান আউট হওয়ার পর পঞ্চম উইকেটে ৭৫ রান যোগ করেন ঋষভ পন্ত ও রোভম্যান পাওয়েল। মাত্র ৪৪ বলেই এই রান যোগ করেন দুজন। ৩৩ বলে ৪৯ রান করেছেন পন্ত। ওয়েস্ট ইন্ডিয়ান পাওয়েল ৪৩ রান করেছেন ৩৪ বলে। তাঁর ইনিংসটি সাজানো ১ চার ও ৪টি ছক্কায়। পন্ত মেরেছিলেন ৪টি চার ও ১টি ছক্কা। দিল্লির ইনিংসের শেষ দিকে ১০ বলে ১৯ রান করেন অক্ষর প্যাটেল। মুম্বাইয়ের পেসার যশপ্রীত বুমরা ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট।


তাড়া করতে নেমে রোহিত শর্মা মাত্র ২ রান করে আউট হয়ে গেলেও ডেভাল্ড ব্রেভিস ও ইশান কিষান মিলে গড়েন ৩৭ বলে ৫১ রানের জুটি। ম্যাচের রং বদলে যায় আসলে চতুর্থ উইকেটে ডেভিড ও তিলক ভার্মার ২০ বলে ৫০ রানের জুটিতে। এ দুজনই আউট হয়ে যাওয়ার পর ৬ বলে ১৩ রান করে বাকি কাজটা সেরেছেন রমনদীপ সিং।

আরও পড়ুন
আরও পড়ুন