মুশফিককে নিয়ে মুমিনুলের দুশ্চিন্তা নেই, নিজেকে নিয়েও না

সাম্প্রতিক ফর্মটা সুবিধার যাচ্ছে না মুশফিক-মুমিনুলেরফাইল ছবি

সর্বশেষ ১০ ইনিংসে একটি অর্ধশতক। পরিসংখ্যানটা শুধু মুমিনুল হকের ক্ষেত্রে নয়, প্রযোজ্য মুশফিকুর রহিমের জন্যও। টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা এ দুজন ব্যাটসম্যান ফর্মের দিক দিয়ে তুঙ্গে নেই, সেটি বলাই যায়। ডারবান টেস্টেও দুজনের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। তবে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের আগে মুমিনুল বলছেন, মুশফিককে নিয়ে কোনো চিন্তা নেই তাঁদের। মুমিনুল উদ্বিগ্ন নন নিজেকে নিয়েও।

দক্ষিণ আফ্রিকার শীর্ষ সারির বেশ কয়েকজন ক্রিকেটারের না থাকায় এ সিরিজকে বাংলাদেশের জন্য বড় একটা সুযোগ হিসেবে দেখা হচ্ছিল। ওয়ানডে সিরিজ জয়ের পর সে সম্ভাবনা বেড়ে গিয়েছিল আরও। তবে ডারবানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় গুবলেট পাকিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে, এমন কন্ডিশনে বাংলাদেশ ব্যাটসম্যানদের খেলার মানসিকতা নিয়েও।

মুশফিককে নিয়ে তো নেই-ই, মুমিনুলের চিন্তা নেই নিজেকে নিয়েও
ফাইল ছবি

দুই ইনিংসেই মুশফিক ও মুমিনুলের দুজনই আউট হয়েছেন স্পিনারের বিপক্ষে। প্রথম ইনিংসে অফ স্পিনার সাইমন হারমারের বলে ক্যাচ তুলেছিলেন দুজনই, পরেরবার দুজনই এলবিডব্লু হয়েছেন বাঁহাতি অর্থোডক্স কেশব মহারাজের বলে। মুমিনুল তো প্রথম টেস্টের পর বলেই দিয়েছিলেন, বিদেশের মাটিতে স্পিনারদের বিপক্ষে আউট হওয়াকে ‘ক্রাইম’ মনে করেন।

অবশ্য দ্বিতীয় টেস্টের আগে প্রথম টেস্টকে পেছনে ফেলে আসার কথাই বললেন মুমিনুল। জানালেন ৭৯ টেস্ট খেলা মুশফিককে নিয়ে নিজের চিন্তা না করার কথাও, ‘ওনাকে নিয়ে কোনো চিন্তাই করি না আমরা। উনি বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, বিশ্বেরও। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। উনি অবশ্যই দ্রুতই ফিরে আসবেন।’

ডারবানে মুশফিক ও মুমিনুলের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক
ছবি: এএফপি

ফর্মটা পক্ষে নেই মুমিনুলেরও। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন, এর আগে সর্বশেষ অর্ধশতক করেছিলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। তবে মুমিনুল নিজেকে নিয়েও ভাবছেন না, ‘আমি নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কী হয়েছে, তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে, সেটির দিকে তাকাচ্ছি। পরের ম্যাচ নিয়েই ভাবছি।’

ডারবান টেস্ট দিয়েই এ সংস্করণে ফেরার কথা ছিল আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালের। তবে ম্যাচ শুরুর আগে পেটের পীড়ায় আর খেলা হয়নি তাঁর। দ্বিতীয় টেস্টে তামিমকে পাওয়া নিয়ে মুমিনুল আশাবাদীই, ‘তামিম ভাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমরা ওনার পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী, ইনশা আল্লাহ উনি খেলবেন।’

সিরিজে পিছিয়ে থেকে পোর্ট এলিজাবেথ টেস্টে নামছে বাংলাদেশ
এএফপি

বাংলাদেশ এ টেস্টে পাচ্ছে না শীর্ষ সারির দুজন পেসারকে। চোটের কারণে শরীফুল ইসলাম ছিলেন না ডারবানেও। পোর্ট এলিজাবেথ টেস্টের আগেই তিনি দেশে ফিরেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পেসার তাসকিন আহমেদের সঙ্গে। তবে দ্বিতীয় টেস্টে তাসকিনের জায়গায় কে খেলবেন, মুমিনুল খোলাসা করেননি সেটি।

এমনিতে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রথম টেস্টে বাংলাদেশ একজন বাড়তি ব্যাটসম্যানকে খেলিয়েছিল। সাতজন ব্যাটসম্যান, তিনজন পেসারের সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টের একাদশ আগামীকাল সকালেই ঠিক করা হবে, জানালেন মুমিনুল, ‘দেখেন উইকেটটা যতটুকু দেখলাম, একটু শুষ্ক আছে বলে মনে হলো আমার। এখন উইকেটটা কাল সকালে আমরা আরেকবার দেখলে হয়তোবা সিদ্ধান্ত নিতে পারব আসলে একটা স্পিনার বেশি খেলাব নাকি একটা পেস বোলার বেশি খেলবে।’