খেলোয়াড়কে পরামর্শ দেওয়া, শেখানো, পারফরম্যান্স ভালো করতে উদ্বুদ্ধ করা—সাধারণত একজন কোচের কাজের তালিকায় থাকে এসব। কিন্তু আক্ষরিক অর্থেই জীবন বাঁচানো? আন্দ্রিয়া ফুয়েন্তেস করেছেন সেটিই। নিজের পারফরম্যান্সের পর সুইমিং পুলেই অচেতন হয়ে ডুবতে থাকা যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সুইমার আনিতা আলভারেজকে নাটকীয়ভাবে উদ্ধার করেছেন তাঁর কোচ ফুয়েন্তেস। পুরো দৃশ্যটা ধরা পড়েছে ক্যামেরায়।