রূপান্তর

মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করেও জিয়ানলুইজি বুফন শেষ পর্যন্ত হলেন গোলরক্ষক। তাঁর এই রূপান্তরের মূলে ক্যামেরুনিয়ান গোলরক্ষক এন’কোনো। ১৯৯০ বিশ্বকাপে তাঁর খেলা দেখে অনুপ্রাণিত বুফন বেছে নেন গোলপোস্ট।