রোলিং স্টোনসের কনসার্টে রামোস

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সে সব। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নির্বাচিত কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ৯
ভাতিজা-ভাতিজিদের বই পড়ে শোনাতে ভালোবাসেন। এবার নিজেই বাচ্চাদের জন্য বই লিখেছেন টেনিসের সাবেক এক নম্বর তারকা অ্যাশলি বার্টি। বইয়ের নাম, ‘লিটল অ্যাশ’
ইনস্টাগ্রাম
২ / ৯
বিমানবন্দরে হঠাৎ প্রিয় লেখিকা সুধা মূর্তির দেখা পেয়ে গেলেন চেতেশ্বর পূজারা
ইনস্টাগ্রাম
৩ / ৯
‘সবাই মিলে পর্তুগালের নামটা আবার ওপরে তুলব’, পেপের সঙ্গে ছবিতে ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন এমন
ইনস্টাগ্রাম
৪ / ৯
ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে লোকেশ রাহুল
ইনস্টাগ্রাম
৫ / ৯
ফ্রেঞ্চ ওপেন খেলতে প্যারিসে আছেন সানিয়া মির্জা। ছেলের সঙ্গে আইফেল টাওয়ারের সামনে ছবি ভারতের টেনিস তারকার
ইনস্টাগ্রাম
৬ / ৯
ড্যাজড নামে একটি ম্যাগাজিনের কাভারের ফটোশ্যুটে নাওমি ওসাকা। বিভিন্ন সংস্কৃতির ফ্যাশন তুলে ধরতে পেরে ‘গর্বিত’ এ টেনিস তারকা
ইনস্টাগ্রাম
৭ / ৯
ফ্রান্স জিতেছে উয়েফার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। এ দলে খেলেছেন জিনেদিন জিদানের ছেলে এলিয়াজ। এ ছবি পোস্ট করে ছেলেকে অভিনন্দন জানিয়েছেন জিদান
ইনস্টাগ্রাম
৮ / ৯
এক কাপ কফির সঙ্গে বিরাট কোহলির ‘শান্তিপূর্ণ’ সকাল
ইনস্টাগ্রাম
৯ / ৯
ইউরোপ সফরে আছে বিখ্যাত ইংলিশ রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস। মাদ্রিদে সেটিরই কনসার্টে স্ত্রী পিয়ার রুবিওর সঙ্গে সের্হিও রামোস
ইনস্টাগ্রাম