শেন ওয়ার্নের মৃত্যুতে শোকাহত বাংলাদেশের ক্রিকেট
একই দিনে ক্রিকেট বিশ্ব হারিয়েছে দুই ক্রিকেট কিংবদন্তিকে। আজ সকালে খবর আসে, অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান রড মার্শ আর নেই। ৫২ বছর বয়সী শেন ওয়ার্ন তখন মার্শের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করলেন। এই একই দিন পুরো ক্রিকেট বিশ্বকে শোকস্তব্ধ করে ওপারে চলে গেলেন ওয়ার্নও।
অস্ট্রেলিয়ার এই দুই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুতে শোকে কাতর বিশ্ব ক্রিকেট। শোকার্ত বাংলাদেশের ক্রিকেটও। ওয়ার্ন ও মার্শের স্মরণে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ–আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে বিসিবি।
কবজির মোচড়ে কত অবিশ্বাস্য কীর্তিই না গড়েছেন ওয়ার্ন! পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মুহূর্তেও তিনি অবিশ্বাস জন্ম দিয়েছেন। ওয়ার্ন আর নেই—এই খবর যেন কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না! বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘আমি একেবারেই বিস্মিত। শেন ওয়ার্ন নেই, এটা ভাবতেই পারছি না। ওপারে ভালো থাকবেন কিংবদন্তি। অনেক দ্রুতই চলে গেলেন।’
সাকিব আল হাসানও অস্ট্রেলিয়া কিংবদন্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকল আমার আন্তরিক সমবেদনা। যত দিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগ স্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।’
ওয়ার্নের মৃত্যুতে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসেরও। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে প্রতিটি ক্রিকেট ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কিংবদন্তি—আপনাকে সবাই মিস করবে। ওপারে ভালো থাকুন।’ বাংলাদেশ দলের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘একজন কিংবদন্তি বিদায় নিলেন। শেন ওয়ার্ন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলারদের একজন।’
আর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে লিখেছেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো !
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম - তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার, ! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা যাদু দেখার জন্য। আর দেখা হবেনা সেই যাদু।
পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন , ওয়ার্ন!’