সব সংস্করণেই খেলবেন সাকিব
টেস্ট তো খেলবেনই, সব সংস্করণের সব ম্যাচেই তাঁকে নির্বাচনের জন্য বিবেচনা করা যাবে—বিসিবি সভাপতি নাজমুল হাসানকে এমনটাই বলেছেন সাকিব আল হাসান। টেস্টে সাকিব নিয়মিত খেলবেন কি না, অধিনায়কত্ব দেওয়ার আগে সেটির নিশ্চয়তা নিয়েছে বিসিবি।
সাম্প্রতিক সময়ে সাকিব টেস্টে নিয়মিত নন। ২০২১ সালে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বাংলাদেশ দলের খেলা ১৩টি টেস্টের মধ্যে মাত্র ৫টিতেই খেলেছেন তিনি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমে টেস্ট দলে থাকলেও পরে পারিবারিক কারণে খেলতে পারেননি টেস্ট সিরিজে।
সাকিবের টেস্ট খেলা নিয়ে বিসিবিও তাই সব সময় সংশয়ে থাকে। এবার যখন সেই সাকিবকেই দায়িত্ব দেওয়া হলো টেস্ট দলের, স্বাভাবিকভাবেই সামনে আসছে টেস্ট খেলার প্রতি তাঁর ‘অনীহা’র বিষয়টি। বিসিবি এ ব্যাপারে আশ্বস্ত হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার সাথে যা কথা হয়েছে, তাতে অবশ্যই (আশ্বস্ত হয়েছি)। আমার আগেও অনেকের সঙ্গে কথা হয়েছে।’
শুধু টেস্ট নয়, অন্য দুই সংস্করণেও সাকিবকে নিয়মিত দলে পাওয়া নিয়ে এখন বিসিবির পরিষ্কার ধারণা আছে বলে দাবি বোর্ড সভাপতির, ‘ও ওয়েস্ট ইন্ডিজের পর যে সিরিজটা আছে জিম্বাবুয়েতে, শুধু সেটিতে নিশ্চিত নয়। এরপর যত সংস্করণে যত খেলা আছে সব কটিতে খেলবে। টেস্ট তো খেলবে বলেই দিয়েছে। এটা একটা মানদণ্ড ছিল আমাদের, ও খেলবে কি না।’
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। মূলত তখন থেকেই টেস্টে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনাটা ঘুরেফিরে আসে। অবশ্য এরপর ২০১৮ সালে টেস্টে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পান সাকিব। আইসিসির নিষেধাজ্ঞার আগে দ্বিতীয় মেয়াদে অধিনায়ক ছিলেন ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত।
সাকিব এবার কত দিন অধিনায়ক থাকবেন, সেটি নিশ্চিত নয় এখনো। এ ব্যাপারে বিসিবিও কোনো সময়সীমা বেঁধে দিতে চায় না। ‘কত দিন থাকবে, এটা বলাটা মুশকিল। পরের ঘোষণার আগপর্যন্ত অধিনায়ক ও সহঅধিনায়ক থাকবে সাকিব ও লিটন। আমরা কারও মেয়াদ বলিনি। সাকিবেরটিও নির্দিষ্ট নয়। যদি না কেউ সরে যায় বা সরিয়ে দিতে হয়। মুমিনুলের ক্ষেত্রেও সময়সীমা ছিল না। এমন পরিস্থিতি আগে থেকে অনুমান করতে যাব কেন!’
২০১৯ সালে হঠাৎ সাকিবের নিষেধাজ্ঞার খবর আসার পরই তাড়াহুড়ো করে মুমিনুলকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। এবার মুমিনুল সরে যাওয়ার পর দায়িত্ব দেওয়া হলো সেই সাকিবকেই। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া একজন ক্রিকেটারকে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া নিয়ে নাজমুলের ব্যাখ্যা, ‘ওর ব্যাপারটা একটু আলাদা ছিল, অন্যদের মতো নয়।’