স্যুট পরে সুইমিং পুলে কেন ওয়াসিম আকরাম?

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত–সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার–ইনস্টাগ্রামে কার কতো ফলোয়ার—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার।
১ / ৫
আগে একবার খালি গায়ে সুইমিং পুলে ছবি দিয়েছিলেন। সেখানে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘খালি গায়ে পুলে গোসল করছেন, আপনার লজ্জা করে না।’ তাঁদের জন্য এবার তাই একেবারে স্যুট পরেই সুইমিং পুলে নেমে ফেসবুকে ভিডিও দিলেন ওয়াসিম আকরাম। রসবোধ বোধহয় একেই বলে
ফেসবুক
২ / ৫
আপাতত ক্রিকেটে ব্যস্ততা নেই, তাই শখের গলফ ক্লাব হাতে কোর্সেই সময় কাটছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের
টুইটার
৩ / ৫
আইপিএল খেলছেন স্বামী ডেভিড ওয়ার্নার, তাঁকে সঙ্গ দিয়ে অস্ট্রেলিয়া থেকে ভারতে চলে গেছেন স্ত্রী ক্যান্ডিস। ওয়ার্নারের হাসিই বলে দিচ্ছে, তিনি কতটা খুশি
ইনস্টাগ্রাম
৪ / ৫
শ্বশুরবাড়িতে জামাইয়ের ইফতারের নিমন্ত্রণ। শহিদ আফ্রিদির সঙ্গে ইফতারের আগে প্রার্থনা শাহিন শাহ আফ্রিদির
টুইটার
৫ / ৫
লিওঁর মাঠে অতিথি হয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে গিয়েছিল ওয়েস্ট হাম। ফিরে আসার সময় তো আর ড্রেসিং রুমটা নোংরা রেখে আসা যায় না। অধিনায়ক মার্ক নোবেল নিজেই দায়িত্ব নিলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের
ফেসবুক
আরও পড়ুন