৫৪ নম্বরে সিদ্দিকুর
তিনটি বার্ডি, দুটি বগি ও একটি ডাবল বগি। ইন্দোনেশিয়ান ওপেন গলফের প্রথম দিনটা ভালো কাটেনি সিদ্দিকুর রহমানের। পারের চেয়ে এক শট বেশি খেলে প্রথম রাউন্ড শেষে বাংলাদেশের গলফার যৌথভাবে রয়েছেন ৫৪ নম্বরে। পারের চেয়ে ৮ শট কম খেলে সবার ওপরে অস্ট্রেলিয়ার কালেম রিচার্ডসন।