সংখ্যায় সংখ্যায় বিপিএল ২০১৬

১৯৪/৫
সর্বোচ্চ দলীয় ইনিংস
ঢাকা-কুমিল্লা, মিরপুর
১২২
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
সাব্বির রহমান
রাজশাহী-বরিশাল, মিরপুর
৪৪
সর্বনিম্ন দলীয় ইনিংস
খুলনা-রংপুর, মিরপুর
৫/২১
সেরা বোলিং
আফিফ হোসেন
রাজশাহী-চট্টগ্রাম, মিরপুর
২০
সবচেয়ে বেশি ছক্কা
মেহেদী মারুফ, ঢাকা
৫৩
সবচেয়ে বেশি চার
তামিম ইকবাল, চট্টগ্রাম
২৪৪.৪৪
সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস, রাজশাহীর ড্যারেন স্যামির। রংপুরের বিপক্ষে ১৮ বলে ৪৪* করেছিলেন স্যামি।

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা সাব্বির রহমানের। বরিশালের বিপক্ষে সেঞ্চুরির পথে ৯টি ছক্কা মারেন সাব্বির।
২.৪-২-০-৩
ইনিংসে সবচেয়ে কিপটে বোলিং রংপুর রাইডার্সের আরাফাত সানির। খুলনা টাইটানসের বিপক্ষে কোনো রান না দিয়েই ৩ উইকেট পান এই বাঁহাতি স্পিনার।