এক নজরে বিপিএলের রেকর্ড, পরিসংখ্যান

গতকাল শেষ হয়ে গেল বিপিএলের এবারের আসর। আসুন দেখে নিই এ আসরের রেকর্ড ও পরিসংখ্যানগুলো: 

২০১৭ বিপিএলের শীর্ষ পাঁচ

ব্যাটসম্যান

 

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

স্ট্রাইক রেট

১০০/৫০

ক্রিস গেইল (রংপুর)

১১

৪৮৫

১৪৬*

৫৩.৮৮

১৭৬.৩৬

২/২

এভিন লুইস (ঢাকা)

১২

৩৯৬

৭৫

৩৬.০০

১৫৯.০৩

০/৩

রবি বোপারা (রংপুর)

১৫

৩৬৫

৫৯

৪০.৫৫

১১৫.৫০

০/২

তামিম ইকবাল (কুমিল্লা)

১০

৩৩২

৬৪*

৩৬.৮৮

১৩২.৮০

০/২

মোহাম্মদ মিঠুন (রংপুর)

১৫

৩২৯

৫০*

২৯.৯০

১১৭.৫০

০/১

বোলার

 

ম্যাচ

উইকেট

সেরা

গড়

ইকোনমি

সাকিব আল হাসান (ঢাকা)

১৩

২২

৫/১৬

১৩.২২

৬.৪৯

আবু জায়েদ (খুলনা)

১২

১৮

৪/৩৫

২০.৩৮

৮.৯৫

হাসান আলী (কুমিল্লা)

১৬

৫/২০

১৫.৩১

৭.০৩

মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা)

১৩

১৬

৩/২২

২১.৪৩

৭.৭৯

শহীদ আফ্রিদি (ঢাকা)

১৫

৪/১২

১৪.০০

৭.০০

* এ ছাড়া ১৫ উইকেট পেয়েছেন আবু হায়দার, মাশরাফি ও রুবেল

 আরও যত রেকর্ড

২১৩/৫

সর্বোচ্চ দলীয় ইনিংস

খুলনা-রাজশাহী, চট্টগ্রাম

 

১৪৬*

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

ক্রিস গেইল

রংপুর-ঢাকা, ঢাকা

 

৪৭

সবচেয়ে বেশি ছক্কা

ক্রিস গেইল (রংপুর)

 

৬৭

সর্বনিম্ন দলীয় ইনিংস

চট্টগ্রাম-সিলেট, ঢাকা

 

৫/১৬

সেরা বোলিং

সাকিব আল হাসান

ঢাকা-রংপুর, ঢাকা

 

৪৫

সবচেয়ে বেশি চার

তামিম ইকবাল (কুমিল্লা)

 

৩৩৫.৭১

ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইকরেট, ড্যারেন স্যামি (১৪ বলে অপরাজিত ৪৭) রাজশাহী-কুমিল্লা, চট্টগ্রাম

 

৪-০-৭-১

সবচেয়ে মিতব্যয়ী বোলিং, রশিদ খান, কুমিল্লা-রাজশাহী, ঢাকা