প্রিয় ক্লাবকে বিদায় জানালেন ইনিয়েস্তা, বুফন ও তোরেস

বিদায় বুফন, ইনিয়েস্তা, তোরেস।
বিদায় বুফন, ইনিয়েস্তা, তোরেস।

ফুটবলে এখন আনুগত্য খুবই ঠুনকো ব্যাপার। ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে চুক্তি নবায়ন করার পরেও অন্য ক্লাবে চলে যাচ্ছে অনেকেই। ভালো বেতনের মোহ কিংবা বড় কোনো শিরোপা জয়ের আশায় নিজের আশ্রয় হয়ে ওঠা দলের মায়া কাটানো কোনো ব্যাপারই না হালের ফুটবলারদের কাছে। এর মাঝেও ব্যতিক্রম হয়ে ছিলেন এ তিনজন। জিয়ানলুইজি বুফন, আন্দ্রেস ইনিয়েস্তা ও ফার্নান্দো তোরেস—তিনজনই কাল তাঁদের প্রাণের ক্লাবকে বিদায় বলেছেন।

বয়সের ভারে নিজের সেরাটা দিতে পারছেন না বলে ইনিয়েস্তা বিদায় বলেছেন বার্সেলোনাকে। চল্লিশ ছুঁই ছুঁই বুফনও ১৭ বছরের মায়া কাটাচ্ছেন জুভেন্টাসের সঙ্গে। আর সেই কিশোরবেলায় যে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রেমে পড়েছিলেন, সেই ক্লাবকেও কাল দ্বিতীয় ও শেষবারের মতো বিদায় বলেছেন তোরেস। মাত্র দুই দিনের মধ্যে এমন তিনটি অসাধারণ গল্পের সমাপ্তি মন খারাপ করিয়ে দিয়েছে ফুটবলপ্রেমীদের।
ক্লাব পর্যায়ে বার্সেলোনা ও অ্যাটলেটিকোর হয়ে সার্জিও রামোসকে অনেক জ্বালিয়েছেন ইনিয়েস্তা ও তোরেস। অন্যদিকে স্প্যানিশ জাতীয় দলে একসঙ্গে জিতেছেন বিশ্বকাপ। বুফনের সঙ্গেও চ্যাম্পিয়নস লিগে গত কয়েক বছরে বেশ কয়েকবার দেখা হয়েছে তাঁর। কিন্তু এ তিন কিংবদন্তির বিদায়বেলায় শ্রদ্ধা জানাতে একটুও কার্পণ্য করেননি রিয়াল মাদ্রিদ অধিনায়ক। তিনজনের ছবির একটি কোলাজ বানিয়ে টুইট করেছেন, ‘তোমরা লড়াইগুলোকে আরও সুন্দর করেছিলে, ফুটবলকে আরও বিশাল বানিয়েছিলে। ধন্যবাদ!’

তিনজনের বিদায়বেলার এই মুহূর্ত আজীবন অম্লান হয়ে থাকবে আমাদের মাঝে—

শেষবারের মতো প্রিয় সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন বুফন। ছবি: রয়টার্স
শেষবারের মতো প্রিয় সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন বুফন। ছবি: রয়টার্স
এই ন্যু ক্যাম্পের ঘাসে আর কখনো হাঁটা হবে না! ছবি: টুইটার
এই ন্যু ক্যাম্পের ঘাসে আর কখনো হাঁটা হবে না! ছবি: টুইটার
তোরেসের বিদায়ী উপহার। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে সম্মান জানাচ্ছে অ্যাটলেটিকো। ছবি: রয়টার্স
তোরেসের বিদায়ী উপহার। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে সম্মান জানাচ্ছে অ্যাটলেটিকো। ছবি: রয়টার্স
বিদায়...বিদায়! সমর্থকদের আরেকবার বিদায় জানিয়ে দিলেন বুফন। ছবি: এএফপি
বিদায়...বিদায়! সমর্থকদের আরেকবার বিদায় জানিয়ে দিলেন বুফন। ছবি: এএফপি
রাত দেড়টা। তবু মাঠ ছাড়েননি ইনিয়েস্তা। প্রিয় ন্যু ক্যাম্প তখন শূন্য। পিনপতন নীরবতার মাঝে ইনিয়েস্তার এই ছবিটিই তীব্র চিৎকারে জানিয়ে দিল ভালোবাসার সব গল্পগাথা। ছবি: টুইটার
রাত দেড়টা। তবু মাঠ ছাড়েননি ইনিয়েস্তা। প্রিয় ন্যু ক্যাম্প তখন শূন্য। পিনপতন নীরবতার মাঝে ইনিয়েস্তার এই ছবিটিই তীব্র চিৎকারে জানিয়ে দিল ভালোবাসার সব গল্পগাথা। ছবি: টুইটার
নিজের শেষ ম্যাচেও দুই গোল করে দর্শকদের ভালোবাসার জবাব দিলেন তোরেস। ছবি: টুইটার
নিজের শেষ ম্যাচেও দুই গোল করে দর্শকদের ভালোবাসার জবাব দিলেন তোরেস। ছবি: টুইটার