জাতীয় দলের পর্যালোচনা করছেন কারস্টেন

বাংলাদেশ দলের পর্যালোচনা করছেন কারস্টেন। ছবি: শামসুল হক
বাংলাদেশ দলের পর্যালোচনা করছেন কারস্টেন। ছবি: শামসুল হক

গ্যারি কারস্টেন এসেছেন গত রাতেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এই প্রোটিয়া তারকা কী ভূমিকায় কাজ করবেন—এটা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে কথা ছিল, তিনি প্রধান পরামর্শক হবেন, কিন্তু এরই মধ্যে খবর বেরিয়েছে, কারস্টেন নাকি দীর্ঘ মেয়াদে কাজ করতে রাজি নন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ব্যাপারটা স্বীকারও করেছেন।

নিজামউদ্দীন জানিয়েছেন, ব্যস্ততার কারণে আপাতত কারস্টেনের কাজের ব্যাপ্তি সংক্ষিপ্তই হচ্ছে, ‘উনি পরামর্শক হিসেবেই কাজ করছেন। আগে আমাদের পরিকল্পনা ছিল উনি দীর্ঘ মেয়াদে আমাদের সঙ্গে কাজ করবেন। বিশ্বকাপ পর্যন্ত কাজ করার ব্যাপারে তিনি সম্মতিও জানিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে অন্যান্য কাজের ব্যস্ততার কারণে তিনি জানিয়েছেন আপাতত কোচ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করবেন।’

কোচ নিয়োগ প্রক্রিয়াতে ভূমিকা রাখার পাশাপাশি দক্ষিণ আফ্রিকান তারকা জাতীয় দলকে নিয়ে পর্যালোচনাও করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাহী, ‘আপাতত কারস্টেন জাতীয় ক্রিকেট দলের একটি অভ্যন্তরীণ নিরীক্ষা করছেন। সামনে আইসিসির যেসব প্রতিযোগিতা আছে, সেগুলো সামনে রেখে তিনি বাংলাদেশ দলকে উন্নত করার কাজ করছেন। কোন কোন জায়গায় কাজ করতে হবে, সেগুলো চিহ্নিত করছেন তিনি।’

‘অভ্যন্তরীণ নিরীক্ষা’ কারস্টেন আর কোন কোন প্রক্রিয়া অনুসরণ করে করবেন, সেটাও জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী, ‘তিনি আলাদা করে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে বসছেন। জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত অন্যদের সঙ্গেও তিনি বসবেন। বিশেষ করে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে বসার পরিকল্পনাও আছে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কোচ নিয়োগের প্রক্রিয়া শেষ করতে চায় বিসিবি। কারস্টেন যেহেতু এ ব্যাপারে ভূমিকা রাখবেন, সে কারণে তাঁর কাছে কোচদের সংক্ষিপ্ত তালিকাও তুলে দেওয়া হয়েছে, ‘আমাদের কাছে যে নামগুলো আছে, সেগুলো কারস্টেনের কাছে পাঠিয়েছি। উনি বাংলাদেশে এসে কাজ করছেন, সে কারণেই মনে হচ্ছে তিনি এখনই কাজ শুরু করেছেন। কিন্তু তিনি ভারতে বসেও কাজ করেছেন। আমরা যেসব নাম তাঁর কাছে দিয়েছি, তাঁদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। নিজেরও একটা তালিকা আছে তাঁর। সে তালিকার কোচদের সঙ্গেও তিনি কথা বলছেন।’