সমর্থকদের গালমন্দের জবাব দিলেন তাসকিন

তাসকিন আহমেদ। প্রথম আলো ফাইল ছবি
তাসকিন আহমেদ। প্রথম আলো ফাইল ছবি
>দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আফগানদের কাছে হারায় ‘ছি! ছি!’ রব পড়ে গেছে দেশের ক্রিকেট–সমর্থকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। অনেকেই গালমন্দ করছেন ক্রিকেটারদের। এর জবাব দিলেন জাতীয় দলেরই পেসার তাসকিন আহমেদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গেল গেল’ রব পড়ে গেছে। সবাই ক্রিকেটারদের সমালোচনায় মুখর। হোক না টি-টোয়েন্টি সিরিজ, তাই বলে আফগানিস্তানের কাছে হার! সমর্থকেরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। অনেকে তো সামাজিক যোগাযোগমাধ্যমে অকথ্য ভাষায় গালমন্দও করছেন সাকিবদের। জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি এমন আচরণ না করার অনুরোধ জানালেন পেসার তাসকিন আহমেদ।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি জাতীয় দলে খেলা এই পেসার। দেরাদুনে প্রথম দুই ম্যাচে দলের হারটা তাঁকে দেখতে হয়েছে টিভি সেটের সামনে বসে। তবে সমর্থকদের মনের অবস্থাটা ঠিকই ধরতে পারছেন তাসকিন। সঙ্গে সতীর্থদের মনের অবস্থাও। তাসকিনের যুক্তি খুব সরল হলেও অকাট্য, খেলোয়াড়েরা তো আর ইচ্ছে করে খারাপ করছেন না!
কিন্তু সমর্থকেরা তা বুঝলে তো! তাসকিনের কষ্টটা ঠিক এখানেই। তাঁর আবেদন, সমর্থন দিন, গালি নয়। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ২৩ বছর বয়সী এই পেসার লিখেছেন, ‘সাপোর্ট করেন ভাই। গাইল দিয়েন না। নিজের দেশের মানুষই তো। দেখতে খারাপ লাগে। খারাপ হতেই পারে। ইচ্ছা করে তো আর খারাপ করছে না। আজকে হচ্ছে না কাল হবে। নিজের চিন্তাভাবনা থেকে একটু বাইরে এসে চিন্তা করেন। জিনিসগুলো সহজ হবে।’
তাসকিনের এই পোস্টে জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েস যে মন্তব্য করেছেন, সেটাও অকাট্য। অন্তত একজন ক্রিকেটারের দৃষ্টিকোণ থেকে তো বটেই। খেলার জন্য বিভাগীয় পর্যায়ে খেলা একজন পেশাদার ক্রিকেটারকেও ব্যক্তিগত জীবনে অনেক কিছু ছাড় দিতে হয়। আর সেখানে তো কথা উঠছে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে! বাংলাদেশের সমর্থকেরা ক্রিকেটকে যে খুব সহজ খেলা হিসেবে ভাবে, এ ব্যাপারটাও পীড়া দেয় ইমরুলকে।
তাসকিনের পোস্টে ইমরুল তাই মন্তব্য করেছেন, ‘মানুষ ভাবে, ক্রিকেট খুব সহজ খেলা। আমরা জানি, এটা কতটা কঠিন। আমরা খেলোয়াড়েরা ক্রিকেটের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিয়েছি। কিন্তু মানুষ আমাদের গালি দেয় এবং ক্রিকেটারদের বিষয়ে ভুল চিন্তা করে। এটা আমাদের প্রাপ্য না।’