বাংলাদেশের ভোট আমেরিকার জোটের বাক্সে

গতকাল মস্কোয় ফিফার ৬৮তম কংগ্রেস অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই সহসভাপতি। সংগৃহীত ছবি
গতকাল মস্কোয় ফিফার ৬৮তম কংগ্রেস অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই সহসভাপতি। সংগৃহীত ছবি
>২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এ জোটকেই ভোট দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের ভোটটা তাহলে আর পানিতে পড়েনি। যে ‘ইউনাইটেড বিট’–এর বাক্সে পড়েছে বাংলাদেশের ভোট, তারাই যৌথভাবে পেয়েছে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব। এই জোটের তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। গতকাল মস্কোয় ফিফার ৬৮তম কংগ্রেস অধিবেশনে মরক্কোকে ৬৯ ভোটের ব্যবধানে হারিয়েছে এই জোট। সেখানে তাঁদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও মহিউদ্দিন আহমেদ মহি। 

দেখে নিন কার বাক্সে পড়েছে কার ভোট। সংগৃহীত ছবি
দেখে নিন কার বাক্সে পড়েছে কার ভোট। সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লড়াই ছিল দুই পক্ষের মধ্যে। একদিকে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র অন্যদিকে শুধুই মরক্কো। জয়ী জোটের ১৩৪ ভোটের বিপরীতে মরক্কোর ঝুলিতে পরেছে ৬৫ ভোট। এর মধ্য দিয়ে ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে উত্তর আমেরিকা মহাদেশ।

২০২৬ বিশ্বকাপ আরেকটি দিক দিয়েও প্রথম। এই বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে। স্বাগতিক তিনটি দেশ খেলবে সরাসরি। আর ৪৫টি দেশ আসবে বাছাইপর্ব খেলে। ম্যাচসংখ্যা ৮০—যার মধ্যে ফাইনালসহ মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১০টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে কানাডা ও মেক্সিকোতে।