এভাবেই চালিয়ে যাও...

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

বিশ্ব চেয়ে আছে রাশিয়ার দিকে। সেই রাশিয়া তাদের প্রথম ম্যাচে উড়িয়ে দিল প্রতিপক্ষ সৌদি আরবকে। নিজ দেশে চোখের সামনে এমন জয়ের পর প্রেসিডেন্ট অভিনন্দন জানাবেন এটাই তো স্বাভাবিক। রুশ প্রেসিডেন্ট ভিআইপি বক্সে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমানেরে পাশে বসেই খেলা দেখেছেন। খেলার পর পুতিন ফোন করেছেন রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেশভকে। চেরচেশভই এই তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে।

তো কী বললেন প্রেসিডেন্ট পুতিন? কোনো বাণী কিংবা পরামর্শ? চেরচেশভ বললেন, ‘খেলার পরপরই প্রেসিডেন্ট আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, যা হচ্ছে ভালো হচ্ছে। এভাবেই চালিয়ে যাও...।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে রাশিয়া ৭০ নম্বরে। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে সবার শেষে বলতে পারেন। গত আট মাসের বেশি রাশিয়া একটা ম্যাচও জিততে পারেনি। সেই দলটি বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে এমন বিধ্বংসী জয় পেলে এই কথা না বলে উপায় আছে!

৫-০ গোলে জয়ের পর রাশিয়ার কোচের বক্তব্যটাও তো জানা দরকার। আমুদে গলায় বললেন, ‘আমরা ঠিক পথেই এগোচ্ছি। আজকের ম্যাচের পর অন্তত সেটাই প্রমাণ হয়।’ তবে আত্মতৃপ্তিতে ভুগতে চাইছেন না চেরশেসোভ। বললেন, ‘আপাতত আজকের জয়ের পাতা উল্টে রাখতে চাই। পরের ম্যাচ নিয়ে ভাবতে চাই।’