১-৭-এর খোঁচা ক্রুসকে ফিরিয়ে দিল ব্রাজিল

ব্রাজিলকে খোঁচা দিয়ে করা ক্রুসের টুইট।
ব্রাজিলকে খোঁচা দিয়ে করা ক্রুসের টুইট।
>২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারানো নিয়ে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস খোঁচা দিয়েছিলেন। টুইটারে ২০১৭ সালকে স্বাগত জানাতে গিয়ে ক্রুস একটি ছবি পোস্ট করেন। সেই ছবির ভূতই এখন উল্টো তাড়িয়ে বেড়াচ্ছে ক্রুসকে

ব্রাজিলকে ৭-১ গোলে হারাবে জার্মানি, এটি স্বয়ং জার্মানরাও কল্পনা করেনি। করেনি বলেই হয়তো আনন্দের মাত্রাটা সীমা ছাড়িয়ে গিয়েছিল তাদের। ম্যাচে দুই গোল করেছিলেন টনি ক্রুস। স্বাভাবিকভাবেই তাঁর খুশি সবচেয়ে বেশি থাকার কথা। সেই খুশিতেই কিনা গত বছর ১ জানুয়ারির আগে ২০১৭ সালকে স্বাগত জানাতে গিয়ে সেই ম্যাচের স্কোরলাইন মনে করিয়ে দেন ক্রুস। টুইটারে ২০-এর পর ১৭ লিখতে ব্রাজিল ও জার্মানির পতাকা ব্যবহার করেন। ব্রাজিলের পতাকা দিয়ে ক্রুস বোঝাতে চেয়েছেন ১, জার্মানির পতাকা দিয়ে ৭। এটি নিয়ে ফুটবল বিশ্বে বেশ শোরগোলও পড়ে যায়।

কিন্তু ইট ছুড়লে পাটকেলটিও খেতে হয়। ক্রুসকে এখন নিজের ‍টুইটটি হজম করতে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এরপরই ব্রাজিলিয়ান মিডিয়া ও সামাজিক মাধ্যমে জার্মানি ও টনি ক্রুসকে নিয়ে খোঁচা দেওয়া শুরু হয়ে যায়। এত দিন ধরে পুষে রাখা ক্ষোভ উগরে দিচ্ছে সবাই।

জার্মানির বিদায়ের পর সেই খোঁচার পাল্টা জবাব দিয়েছে ব্রাজিলিয়ান মিডিয়া।
জার্মানির বিদায়ের পর সেই খোঁচার পাল্টা জবাব দিয়েছে ব্রাজিলিয়ান মিডিয়া।

ব্রাজিলিয়ান ক্রীড়া সংবাদমাধ্যম ল্যান্স টুইটারে একটি ছবি দেয় হ্যাপি ২০১৮ লিখে। এবার ২-এর জায়গায় দক্ষিণ কোরিয়ার পতাকা, ০-এর জায়গায় জার্মানির পতাকা। ঠিক যেভাবে ক্রুস ব্রাজিলকে খুঁচিয়ে টুইট করেছিলেন। একে তো দল বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই, তার ওপর এ রকম পাল্টা খোঁচা। কাটা ঘায়ে নুনের ছিটা খেয়ে ক্রুস মনে করতেই পারেন, ‘ভুল ছিল, সবই ভুল।’