আর্জেন্টিনার এখন সুখের সংসার

>৮৬ মিনিটে মার্কোস রোহোর জয়সূচক গোল। আর তাতেই বদলে গেছে এবারের বিশ্বকাপের প্রথম থেকেই নিজেদের হারিয়ে খুঁজতে থাকা আর্জেন্টিনা।  শঙ্কার মধ্যে থেকেও রোহোর ওই গোলে শেষ ষোলো নিশ্চিত হয় তাদের। ফ্রান্সের বিপক্ষে মহারণে নামার আগে গোটা আর্জেন্টিনা দলের ফুরফুরে মেজাজটাই ধরা পড়ছে সবার চোখে। কোচ হোসে সাম্পাওলির সঙ্গে খেলার কৌশল ও দল নির্বাচন নিয়ে মেসি-মাচেরানোদের যে ঠান্ডা লড়াইয়ের কথা শোনা যাচ্ছিল, নাইজেরিয়া ম্যাচের পর সেটিও আপাতত পড়েছে ধামাচাপা। সব মিলিয়ে শেষ ষোলোর ‘ফাইনালে’র আগে সুখী পরিবারের প্রতিচ্ছবিই দেখা গেল আর্জেন্টিনা শিবিরে।
বিশ্বকাপের বর্তমান রানার্সআপ দল তারা। যেকোনো দিন হয়ে উঠতে পারে ভয়ংকর। ছবি: রয়টার্স
বিশ্বকাপের বর্তমান রানার্সআপ দল তারা। যেকোনো দিন হয়ে উঠতে পারে ভয়ংকর। ছবি: রয়টার্স
ফ্রাঙ্কো আরমানিই এখন গোলপোস্টের নিচে প্রধান ভরসা। ছবি: রয়টার্স
ফ্রাঙ্কো আরমানিই এখন গোলপোস্টের নিচে প্রধান ভরসা। ছবি: রয়টার্স
দলের প্রয়োজনে প্রস্তুত গুজমানও। ছবি:রয়টার্স
দলের প্রয়োজনে প্রস্তুত গুজমানও। ছবি:রয়টার্স
পাভোন খেলুক, এটা এখন সবার চাওয়া। ছবি: রয়টার্স
পাভোন খেলুক, এটা এখন সবার চাওয়া। ছবি: রয়টার্স
সাম্পাওলি-মেসির উষ্ণ সম্পর্ক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ছবি:রয়টার্স
সাম্পাওলি-মেসির উষ্ণ সম্পর্ক দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ছবি:রয়টার্স
রক্ত দিয়ে শেষ পর্যন্ত লড়ে যান যিনি, আলবিসেলেস্তেদের খুব ভরসার এক নাম মাচেরানো। ছবি:রয়টার্স
রক্ত দিয়ে শেষ পর্যন্ত লড়ে যান যিনি, আলবিসেলেস্তেদের খুব ভরসার এক নাম মাচেরানো। ছবি:রয়টার্স
প্রস্তুতির ফাঁকে দলের বিশ্রাম। ছবি: রয়টার্স
প্রস্তুতির ফাঁকে দলের বিশ্রাম। ছবি: রয়টার্স
সাম্পাওলির প্রয়োজন সঠিক পরামর্শ। ছবি:রয়টার্স
সাম্পাওলির প্রয়োজন সঠিক পরামর্শ। ছবি:রয়টার্স
এই টেকো মাথাই ঠিক করে দেবে আর্জেন্টিনার রণকৌশল। চাপ সামলে নিতে হবে সঠিক সিদ্ধান্ত। ছবি:রয়টার্স
এই টেকো মাথাই ঠিক করে দেবে আর্জেন্টিনার রণকৌশল। চাপ সামলে নিতে হবে সঠিক সিদ্ধান্ত। ছবি:রয়টার্স